সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৫:৪৩ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান : পরিকল্পনামন্ত্রী

ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ এ মান্নান। ছবি : কালবেলা
ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ এ মান্নান। ছবি : কালবেলা

লোডশেডিং সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কয়লা এলেই পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র চালু হয়ে যাবে।

তিনি বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। কিছু পূরণ হয়েছে, পুরোপুরি হয়নি। আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান হয়ে যাবে।

শুক্রবার (৯ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাব ও ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে ২১তম এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছে। শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করা হয়েছে। শিক্ষা ছাড়া একটি উন্নত জাতি গঠন করা সম্ভব নয়। আর শিক্ষায় বিনিয়োগ কখনো বৃথা যায় না।

শিক্ষার্থীদের মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবহেলিত ও হাওরবেষ্টিত এলাকায় এখন বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ নির্মাণ করছে সরকার। আগামী দিনে যারা নেতৃত্ব দেবে, দেশ পরিচালনা করবে তারা একটি উন্নত আধুনিক রাষ্ট্রের উচ্চশিক্ষিত নাগরিক হবে।

দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা উন্নয়নের পক্ষে থাকেন। এই দেশ কয়েক বছরের মধ্যেই আধুনিক উন্নত দেশ হবে। আমরা সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী। সব ধর্মের মানুষ আমাদের কাছে সমান। দ্রব্যমূল্য নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বাজারে কমতে শুরু করেছে। অন্যান্য জিনিসপত্রের দামও কমে আসছে।

ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. আবু নঈম শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো. এহসান শাহ শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, পরিকল্পনামন্ত্রীর সহধর্মিণী অধ্যাপক জুলেখা মান্নান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে লন্ডন বারকলেস ব্যাংকের কর্মকর্তা সাদাত মান্নান অভি, মেয়ে ডা. সারা আফরিন মান্নান, উত্তরণ ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান সুজন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। পরে ৭৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মো. নাঈম আহমদ ও সাজনা আফরিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশ

দরিয়া-ই-নূর যেভাবে বাংলাদেশে

স্কুলে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে ২ শিক্ষকের মারামারি

টাকা ছাড়া ফেরিতে গাড়ি উঠতে দেয় না বিআইডব্লিউটিসির লস্কররা!

যে সাত ইসরায়েলি মুক্তি পেলেন

জুটি বাঁধছেন বিজয়-কীর্তি

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা

বিপিএলে অংশ নিতে আয়োজকদের যে শর্ত দিল বরিশাল

সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি

রাজধানীতে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৫

১০

সফল মানুষ অফিস শেষের ১০ মিনিটে যা করেন

১১

কেন ভালো মানের বিদেশি ক্রিকেটার পায় না বিপিএল, জানালেন ফারুক

১২

দেশে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে রেকর্ড দামে

১৩

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

১৪

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের সংঘর্ষ

১৫

প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ

১৬

জুবিনের মৃত্যুরহস্য, ন্যায়বিচার চেয়ে যা বললেন গরিমা

১৭

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ইসি কর্মকর্তা বরখাস্ত

১৮

তালাবদ্ধ দোকানে মিলল স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

১৯

ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি কার্যকর, বন্দিবিনিময় শুরু

২০
X