লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের ইয়াছিন

হাফেজ ইয়াছিন। ছবি : কালবেলা
হাফেজ ইয়াছিন। ছবি : কালবেলা

দ্রুত সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব গড়েছে লক্ষ্মীপুরের দুই শিশু। আট বছর বয়সী ইয়াছিন মাত্র ৫ মাসে আর ১০ বছর বয়সী ইশতিয়াক ১০ মাসে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করে।

তারা দুজনই স্থানীয় ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র। দুই ছাত্রের এমন কৃতিত্বে মহাখুশি অভিভাবক-এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রতিভাবান এ দুই শিশু ও তাদের পরিবার।

জানা যায়, লক্ষ্মীপুর ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র মো. ইয়াছিন আরাফাত ও হাবিবুর রহমান ইশতিয়াক। ইয়াছিন লক্ষ্মীপুর পৌর শহরে বাঞ্চানগর গ্রামের সৌদি প্রবাসী মো. দুলাল হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে ইয়াছিনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। যার কারণে মায়ের কাছে বায়না ধরেই ২০২০ সালে মাদ্রাসায় ভর্তি হয় সে। ২০২৩ সালের শুরুতে পবিত্র কোরআন সবক নেয় ইয়াছিন। যার সুফল মিলে মাত্র পাঁচ মাসের মধ্যেই।

ক্ষুদে ইয়াছিনের সাফল্যে খুশি তার মা জেসমিন আক্তার। বলেন, অভাব-অনটনের সংসারে আল্লাহ তার ছেলেকে হাফেজ হিসেবে কবুল করেছেন।

হাফেজ ইয়াছিন জানান, আগ্রহের জায়গা থেকে স্বল্প সময়ের মধ্যে হাফেজ হতে পেরেছি। মহান আল্লাহ, শিক্ষক ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলেম হওয়ার জন্য দোয়াও চেয়েছেন এ ক্ষুদে হাফেজ।

এদিকে, ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন একই মাদ্রাসার ১০ বছর বয়সী আরেক ছাত্র ইশতিয়াক। সে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের পল্লীচিকিৎসক মো. কামাল উদ্দিনের ছেলে। তারা দুই ভাই একই মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হলেও বড় ভাইয়ের আগেই মাত্র ১০ মাসে পবিত্র কোরআন মুখস্থ করে ইশতিয়াক। যদিও এর আগে অন্য মাদ্রাসা থেকে হিফজের সবক নেয় অল্প বয়সী ইশতিয়াক। স্বল্প সময়ে হাফেজ হতে পেরে মহান আল্লাহ, শিক্ষক ও অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানায়। একইসঙ্গে বড় হয়ে একজন কোরআনের আলেম হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ইশতিয়াক।

হিফজ শাখার প্রধান শিক্ষক কারি আব্দুর রহমান ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা হেলাল উদ্দিন বলেন, বেশ শান্ত স্বভাবের ইয়াছিন ও ইশতিয়াক। শিক্ষকদের দিকনির্দেশনা অনুসরণ করেছে শতভাগ। প্রবল ইচ্ছা আর আকাঙ্ক্ষায় দ্রুত সময়ে হাফেজ হতে পেরেছে বলে মনে করছেন শিক্ষকরাও।

এ দুই শিক্ষার্থীর প্রশংসা করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা যোবায়ের হোছাইন বলেন, পুরো জাতির গর্ব এ দুই ক্ষুদে শিক্ষার্থী। ২০১৯ সালে প্রতিষ্ঠিত মাওলানা যোবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাহিয়া আলিম ও হিফজ মাদ্রাসায় শিক্ষার্থী সংখ্যা ৭০০ জন। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১০

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১১

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

১২

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

১৩

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৫

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

১৬

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১৭

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১৮

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

১৯

পাকিস্তানের বন্যায় নিহত ছাড়াল ৪০০

২০
X