দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। সেই সঙ্গে কমেছে কুয়াশাও।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার (২৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানিয়েছে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহ কিছুটা কমেছে। ঘনকুয়াশাও নেই। তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন; সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে মানুষের ভোগান্তি বেড়েছে। এতে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ কেটে গেছে। আজ সকাল ৬টার দিকে তেতুঁলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জাইগায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর দেশের অন্য এলাকায় মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া স্বাভাবিক থাকবে। আর চলমান শীত মৌসুমের বর্তমান শৈত্যপ্রবাহ কেটে তাপমাত্রা কিছুটা বাড়বে।
মন্তব্য করুন