শেখ মমিন, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

কথা ছিল ২ ভাই বিয়েতে বরযাত্রী হবেন, ফিরলেন লাশ হয়ে

বিয়ে বাড়িতে শোকের মাতম। ছবি : কালবেলা
বিয়ে বাড়িতে শোকের মাতম। ছবি : কালবেলা

যে প্যান্ডেলে বর সেজে আনন্দ-উল্লাসে মেতে ওঠার কথা, সেখানেই পড়ে আছে বিয়ের ঠিক হওয়া সুমন ও তার বড় ভাই মমিনের নিথর দেহ। একদিনের ব্যবধানে অনুষ্ঠিতব্য দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে টানানো হয়েছে সামিয়ানা। প্রস্তুত বরাসনও। চারপাশে উৎসবের আমেজ। হঠাৎ খবর এলো একটি দুর্ঘটনার। মুহূর্তেই আনন্দ ম্লান করে নেমে এলো বিষাদের ছায়া। একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে দুই ভাইয়ের তাজা প্রাণ। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

স্থানীয়রা কালবেলাকে জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল রাজবাড়ী সদরের কদমতলা গ্রামের শামিউল ইসলাম শামীমের আর শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিয়ের দিন ধার্য ছিল ছোট ভাই সাইফুল ইসলাম সুমনের। ছোট দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বড় ভাই মনিরুল ইসলাম মমিন। ভাইকে মোটরসাইকেল নিয়ে এগিয়ে আনতে দৌলতদিয়া ঘাটে যান সুমন। সেখান থেকে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় নিহত হন মমিন ও সুমন।

ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বড় ভাই মমিন। সেখান থেকে ছোট ভাই সুমনের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে দৌলতদিয়া ঘাট থেকে বড় ভাইকে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হয় সুমন। পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় পৌঁছালে ট্রাকচাপায় দুই ভাই নিহত হন।

পুলিশ জানায়, নিহত মনিরুল ইসলাম মমিন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে। আর গুরুতর আহতাবস্থায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া সাইফুল ইসলাম সুমন নিহত মমিনের ছোট ভাই।

নিহত দুই ভাইয়ের চাচা জালাল সরদার কালবেলাকে বলেন, বিয়ের প্যান্ডেলে লাশ হয়ে শুয়ে আছে আমার দুই ভাতিজা। এ কষ্ট কীভাবে সইবো। মাটিবাহী ড্রামট্রাক চাপায় আমার দুই ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত চালক ও হেলপারের কঠিন শাস্তি চাই।

নিহতের ফুফাতো ভাই বিল্লাল শেখ কালবেলাকে বলেন, আমার ভাইয়ের হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ এক ভাইয়ের বিয়ে, আগামীকাল আরেক ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষী চালকের কঠোর শাস্তি কামনা করি।

স্থানীয় গণ্যমাধ্যমকর্মী শফিকুল ইসলাম শামীম কালবেলাকে বলেন, বেপরোয়া গতিতে মহাসড়কে মাটির ট্রাকগুলো চলে। বিশেষ করে ড্রামট্রাকগুলো তাদের বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে। ইতোমধ্যে রাজবাড়ীতে মাটিবাহী ড্রামট্রাকচাপায় অনেকের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ বিষয়ে আরও নজর দেওয়া উচিত।

এ বিষয়ে রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার এসআই আল মামুদ কালবেলাকে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

১০

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

১১

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

১২

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

১৩

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

১৪

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১৫

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১৬

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১৭

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৮

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৯

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

২০
X