বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল কালো বাজারে বিক্রির সময় এক ডিলারকে হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৫১ লিটার সয়াবিন তেল জব্দ করেছেন তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ডিলার ওই এলাকার মেসার্স টিপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।
এই ঘটনায় অভিযুক্ত ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ডিলারের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য টিসিবি কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক অপূর্ব অধিকারী।
তিনি জানান, টিসিবির বিভিন্ন ব্র্যান্ডের তেল ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে বিক্রি করার কথা। কিন্তু তা না করে তেলের বোতলের সিল তুলে বেশি দামে কালো বাজারে বিক্রির চেষ্টা করেন টিপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিএম কলেজ এলাকায় টিপু এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান পরিচালনা করেন তারা। এ সময় তারা দেখতে পান টিসিবির সিল কেটে বোতলজাত তেল কালো বাজারে বিক্রির প্রস্তুতি চলছে। পরে সেখান থেকে টিসিবির বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত ৫১ লিটার সবাবিন তেল জব্দ এবং ডিলারকে জরিমানা করা হয়।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ডিলার মেসার্স টিপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফুর রহমান। তিনি জানান, তার কর্মচারী ভুলবসত টিসিবির তেলের বোতলের সিলগুলো কেটে ফেলেছে। তবে এগুলো অতিরিক্ত দামে কালো বাজারে বিক্রি করার কোনো উদ্দেশ্য ছিল না।
মন্তব্য করুন