উপজেলাব্যাপী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করার জন্য প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একইসঙ্গে দেশীয় অস্ত্র যাদের কাছে আছে তাদের স্বেচ্ছায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ইউনিয়ন করতে হবে। আমরা একটা অভিযান পরিচালনা করব আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যদের সঙ্গে নিয়ে। কৃষ্ণপুর ইউনিয়নকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পারলে সদরপুর উপজেলায় আর কোনো সমস্যা থাকবে না। এ ছাড়া চরমানাইর ইউনিয়ন সদরপুরের একটি বর্ডার এরিয়া তাই ওখানে মাদকের আনাগোনা থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে ওই সভায় সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন