বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর পথরোধ করে মারধর ও গরু বিক্রির পৌনে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) গরু ব্যবসায়ী আব্দুল কাদের বাদী হয়ে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে বুড়ইল ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ফারুকসহ আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এরইমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি জাকারিয়া হোসেনকে (২৮) গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের শরিষাবাদ এলাকায় অভিযানের সময় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম থানার এসআই মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই মেহেদী হাসান জানান, রোববার রাতে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক হোসেন পালিয়ে গেলেও জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। সে মামলার ৩নং আসামি। তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জাকারিয়া শরিষাবাদ গ্রামের মকবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০ জানুয়ারি গরু ব্যবসায়ী আব্দুল কাদের চান্দাইকোনা হাটে গরু বিক্রি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাংলাবাজারে একটি চায়ের দোকানের সামনে তাকে পথরোধ করে যুবলীগ নেতা ফারুকসহ আটজন। তারা তাকে মারপিট করে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় গরু ব্যবসায়ীর কাছে থাকা পৌনে ৩ লাখ টাকা ছিনতাই করে অভিযুক্তরা। পরে স্থানীয়রা ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা অভিযোগ করেন, বুড়ইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শরিষাবাদ বাংলাবাজার এলাকায় একটি অফিস করেছেন। সেখানে জমিজমাসংক্রান্তসহ বিভিন্ন ব্যাপারে নিয়মিত সালিশ বসানো হয়। রাতে বসে মাদকের আড্ডা। পুকুর সংস্কারসহ জায়গা দখল কাজে ফারুকসহ তার লোকজন চাঁদাবাজি থেকে শুরু নানা অপরাধে সম্পৃক্ত। গত বছর মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসায় দুই পদে নিয়োগ বাণিজ্যের ১০ লাখ টাকা ভাগাভাগির বিষয়ে ফারুকের স্বীকারোক্তির গোপনে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা, জনপ্রতিনিধিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ভাঙিয়ে যুবলীগ নেতা ফারুক চাঁদাবাজি করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মন্তব্য করুন