চট্টগ্রামের মিরসরাইয়ে লাইসেন্স না থাকায় তিনটি করাতকলের জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঠাকুরদিঘী ও মস্তাননগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এতে নেতৃত্ব দেন। এ সময় বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান, উপজেলার ঠাকুরদিঘী ও মস্তাননগর এলাকায় লাইসেন্সবিহীন করাতকল চলছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মস্তাননগর এলাকার জাকির হোসেন স’মিল, ঠাকুরদিঘী বাজারের মো. আলফাজ হোসেনের স’মিল ও চৈতন্যেরহাট এলাকার খোকন স’মিলের লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন