চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. হারুন (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি ) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
হারুন সদর উপজেলার রামচন্দ্রপুর হাট গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০১৯ সালে ৬ নভেম্বর আসামির বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আসামির ঘরে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। সে সময় অভিযানকারীদের সদস্যদের উপর হামলা করে পালিয়ে যায়। পরে ২০২০ সালে ৪ অক্টোবর আত্মসমর্পণ করে।
এ ঘটনায় অভিযানের দিনই সদর থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রায়হান খান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমমান মামলার অভিযোগপত্র জমা দেন।
মন্তব্য করুন