মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরামর্শ দেন।
বিজিবি মহাপরিচালক বলেন, মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল আপাতত বন্ধ রাখলে ভালো হয়। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত হলেও আমরা সতর্ক আছি।
মন্তব্য করুন