কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে ব্যর্থ হয়ে ভাইকে হত্যা

গ্রেপ্তার আসামি তারেক আজিজ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আসামি তারেক আজিজ। ছবি : সংগৃহীত

কক্সবাজারে আলোচিত শিশু আবিদ হত্যার মূল আসামি তারেক আজিজকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তারেক আজিজ নিহতের চাচাত ভাই ও মধ্যম জুমছড়ির মো. আজিজের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি ব্যাটারিচালিত টমটম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দুপুরে র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হত্যাকাণ্ডের বর্ণনা দেন কোম্পানি কমান্ডার মো. আনোয়ার শামীম।

তিনি বলেন, তারেক পেশায় একজন টমটমচালক এবং ‍নিহত আবিদের চাচাত ভাই। সে দীর্ঘদিন আবিদের বড়বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ভাইকে মেরে ফেলার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে প্রায় সময় আবিদের জন্য চকলেট, আচার ও অন্যান্য খাবার নিয়ে আসত। ১ ফেব্রুয়ারি সাড়ে ৩টার দিকে বাড়ির সামনে থেকে আবিদকে চকলেটের লোভ দেখিয়ে তার অটোরিকশায় তুলে পিত্রমখালী ইউনিয়নের জুমছড়ি হিন্দুপাড়াস্থ বাঁকখালী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত তাকে নিয়ে খেলাধুলা করে।

এদিকে সন্ধ্যা পর্যন্ত ছেলে আবিদকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। অপরদিকে সন্ধ্যার পর কটি পুকুরপাড়ে আবিদকে বেঁধে রেখে বাড়িতে এসে অন্যদের সঙ্গে তারেকও খুঁজতে থাকে। যেন কেউ তাকে সন্দেহ না করে। শিশুকে খুঁজে না পেয়ে থানায় মৌখিক অভিযোগ করেন আবিদের পরিবার।

সবাই বাড়িতে চলে গেলে তারেক পুকুর পাড়ে এসে একটি মোবাইল নম্বর থেকে আবিদের মায়ের মোবাইলে ফোন দিয়ে ছেলেকে অপহরণের কথা জানিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। একপর্যায়ে ধরা পড়ার আশঙ্কায় শিশু আবিদকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে বাড়ি চলে আসে।

আবিদের মামা মো. শফিউল আলম লাকি বলেন, ১ ফেব্রুয়ারি বিকেল থেকে ভাগিনা আবিদ নিখোঁজ হয়। আমরা নিকট আত্মীয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। রাত ১১টার দিকে একটি মোবাইল নম্বর থেকে আমার বোনের কাছে (আবিদের মা) কল আসে। ওপার থেকে আবিদকে অপহরণ করা হয়েছে জানিয়েছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। কিন্তু এরপরে মোবাইল ফোন বন্ধ করে দেওয়ায় আমরা আর কোনো যোগাযোগ করতে পারিনি।

পরের দিন ২ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে পিএমখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ পুরাতন ব্রিক ফিল্ডের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবিদের মৃতদেহ উদ্ধার করা হয়।

আবিদ হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে মামলাটি তদন্ত করে হত্যাকাণ্ডে তারেক আজিজের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে র‌্যাবের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দেয় তারেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

টিম লিড পদে নিয়োগ দেবে দারাজ

ফিন্যান্স বিভাগে নগদে চাকরির সুযোগ

ঢাকা-১৭ আসনের বিএনপি জনসভার সময় পরিবর্তন 

একজন দিল্লি গেছে, আরেকজন কিছু হলেই পিন্ডি যায় : তারেক রহমান

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন / জামায়াতের ‘বন্ধু’ হতে চায় যুক্তরাষ্ট্র

এসএমসি-তে নিয়োগ বিজ্ঞপ্তি

শৈত্যপ্রবাহ ও শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

আইসিসিকে আবারও চিঠি দিল বিসিবি, যা আছে তাতে

১০

ফ্যাসিবাদী ব্যবস্থার পর ক্ষমতার কাঠামো বদলাতে এই নির্বাচন : নাহিদ 

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

১২

অর্থ পুরস্কারের পাশাপাশি প্লট পাচ্ছেন সেনেগালের ফুটবলাররা

১৩

জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

১৪

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

১৫

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

১৬

মোবাইলে বিপিএলের ফাইনাল দেখবেন যেভাবে

১৭

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী চামাইরা বাবু গ্রেপ্তার

১৮

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

১৯

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

২০
X