শিশু তাসিন সরকারের খোঁজ পাচ্ছে না তার পরিবার। তিনি গাজীপুরের শ্রীপুর থানার তাতিসুতা এলাকার মোছা. শাহিনুর সুলতানা ও মৃত এমদাদ সরকারের ছেলে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছে না। তার বয়স ১০ বছর, উচ্চতা ৪ ফুট ২ ইঞ্চি, স্বাস্থ্য- মধ্যম আকৃতির, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল লম্বাটে।
তাসিনের মা শাহিনুর সুলাতানা জানান, তার ছেলে মাওনা ইসলামিক একাডেমি মাদ্রাসায় থেকে পড়ালেখা করে আসছে। গতকাল বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টার সময় তাসিন সরকার মাদ্রাসা থেকে বের হলেও আর মাদ্রাসায় ফিরে যায়নি। ফলে সেদিন সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান মিলছে না।
শাহিনুর সুলতানা আরও জানান, ছেলে নিখোঁজের পর পরিবারের লোকজন নিয়ে সম্ভাব্য সকল জায়গায় এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাসিনের কোনো সন্ধান পাইনি। এখনো ছেলেকে খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এদিকে শিশু তাসিনের নিখোঁজ হওয়ার বিষয়ে তার মা শাহিনুর সুলতানা গাজীপুরের শ্রীপুর মডেল থানায় শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শ্রীপুর মডেল থানার ওসি শাহজামানকে ফোন করা হলে তিনি বলেন, আমি বিষয়টি এখনো জানি না। এ বিষয়ে খোঁজ নিতে হবে।
মন্তব্য করুন