বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে আরসার সেকেন্ড-ইন-কমান্ডার আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষীসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে র্যাবের একটি দল কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিতাংশের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) র্যাব-১৫’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র, ১টি দেশীয় তৈরি এলজি এবং ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন