স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে কেরানীগঞ্জের নতুন রায়েরচর খেলার মাঠে ভূঁইয়া প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশপ্রেমকে ‘হ্যাঁ’ এবং মাদককে ‘না’ বলে শপথ নেয় প্রায় ৬০০ শিক্ষার্থী ও অভিভাবক।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে কেরানীগঞ্জ শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা র্যাব-১০ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, ভূইয়া প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম ভূইয়া, প্রধান শিক্ষক ফারজানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান (সিও) মোহাম্মদ ফরিদ উদ্দিন।
মন্তব্য করুন