রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এক উপজেলার ২৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

লক্ষ্মীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
লক্ষ্মীপুর জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩০টিতে আজও শহীদ মিনার নির্মাণ করা হয়নি। পুরো উপজেলার মাত্র ৪১টি প্রতিষ্ঠানের আঙিনায় শহীদ মিনার রয়েছে। ২১টি মাধ্যমিক, ৩টি উচ্চ মাধ্যমিক ও দুটি কামিল মাদ্রাসার একটিতেও শহীদ মিনার নেই।

অপরদিকে, রায়পুর উপজেলা পরিষদের পাশেই শহীদ মিনার হলেও বাস্তবে শহীদ মিনারটি সারাবছর অযত্ন-অবহেলায় পড়ে থাকে। কেবল ফেব্রুয়ারি মাসেই শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।

রায়পুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে, নতুনবাজার সড়কে মহিলা কলেজ, চরআবাবিল ইউপির হায়দরগঞ্জে রচিম উদ্দিন, চরপাতা ইসহাকিয়া মৈত্রী, এলকেএইচ উপকূলীয় এসসি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারটি পরিত্যক্ত দেখা যায়। নির্মিত শহীদ মিনারগুলোর অধিকাংশই অরক্ষিত।

রায়পুর উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এ উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৮টিতে শহীদ মিনার রয়েছে। ৬৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন) চালু থাকলেও একটিতেও শহীদ মিনার নেই। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৫৫টি। এগুলোর মাত্র ২৩টিতে শহীদ মিনার রয়েছে। মাধ্যমিক সমমানের ২১টি দাখিল মাদ্রাসার কোনোটিতেই শহীদ মিনার নেই।

রায়পুর সরকারি কলেজে শহীদ মিনার রয়েছে। অন্য ৪টি বেসরকারি কলেজের মধ্যে ৩টিতে থাকলেও নেই রুস্তম আলী ডিগ্রি কলেজে। রায়পুর কামিল মাদ্রাসা (আলিয়া) অধীনে থাকা পুরাতন শহীদ মিনার রয়েছে। হায়দরগঞ্জ টিআরএম কামিল মাদ্রাসাসহ ৫টি ডিগ্রি সমমানের ফাজিল মাদ্রাসায় শহীদ মিনার নেই।

রায়পুর পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বলেন, জমি ও প্রয়োজনীয় অর্থের অভাবে আমরা শহীদ মিনার নির্মাণ করতে পারিনি। এ জন্য উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা জানাই। এবার শহীদ মিনার না থাকা প্রতিষ্ঠানের তালিকা চাওয়া হলে আমাদের বিদ্যালয়ের নাম তালিকাভুক্ত করে দিয়েছি।

একই বক্তব্য দেন চরআবাবিল, চরপক্ষি, চরইন্দ্রুরিয়া, কাঞ্চনপুর, বামনী, সোনাপুর, দেনায়েতপুর, রাখালিয়া, চরবংশীসহ ১৫টি স্কুলের প্রধান শিক্ষকরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক বলেন, সবগুলো প্রতিষ্ঠানকে নিজ আঙিনায় শহীদ মিনার নির্মাণ করতে চিঠি দিয়ে বলা হয়েছে। অনেক প্রতিষ্ঠান জায়গা ও অর্থের অভাবে তা করতে পারেনি। মাদ্রাসাগুলোতেও নিজস্ব প্রাঙ্গণে শহীদ মিনার নেই। সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করতে তাগাদা দেওয়া হয়েছে। না হলে প্রতিষ্ঠান এমপিও স্থগিত রাখবে কুমিল্লা বোর্ড।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দ না পাওয়ায় সব বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহযোগিতায় নির্মাণের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। শহীদ মিনার না থাকা বিদ্যালয়ের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রতি মাসে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার না থাকাটা দুঃখজনক। উপজেলার সবগুলো প্রতিষ্ঠানে যাতে শহীদ মিনার নির্মাণ হয় সে উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

সাংবাদিক সোহেলকে তথ্য যাচাইয়ের জন্য আনা হয়েছিল : ডিএমপি

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুবদল নেতা হত্যা : শীর্ষ সন্ত্রাসী ‘পাতা সোহেল’সহ গ্রেপ্তার ২

১০

ফেসবুক মার্কেটপ্লেসে বড় পরিবর্তন

১১

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের

১২

গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

১৩

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে নিজ ট্রাকেই প্রাণ গেল চালকের

১৫

ইসির আচরণবিধি নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

১৬

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১৭

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

১৮

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

১৯

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

২০
X