টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফের উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, বোমার শব্দে কাঁপছে সেন্টমার্টিনও

মিয়ানমার সীমান্তে আজও ভেসে এসেছে গুলির শব্দ। ছবি : কালবেলা
মিয়ানমার সীমান্তে আজও ভেসে এসেছে গুলির শব্দ। ছবি : কালবেলা

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের অঞ্চল ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এপারের বাংলাদেশের বাসিন্দারা তা ভালোভাবে আঁচ করতে পারছেন। এবার টেকনাফের নাফ নদ তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে। এ সময় মিয়ানমারের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। দুপুর ১২টার দিকেও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

আগের দিন বৃহস্পতিবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের দক্ষিণ দিকের মিয়ানমার সীমান্ত থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। তখন কয়েকটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ওই দিনই প্রথমবারের মতো সেন্টমার্টিনের বাসিন্দারা ওপারের গোলাগুলির শব্দ শোনে।

নাফ নদের কাছাকাছি এলাকার বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সেখানে মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা ও ফাদংচা গ্রামেই এসব গোলাগুলি হচ্ছে। এসব এলাকায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কয়েকটি ফাঁড়ি রয়েছে। এসব ফাঁড়ি ঘিরে সংঘাত চলছে।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে থাকা বিজিবির সদস্যরা। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোছাইন জানান, নাফ নদের পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্তে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার সকালে দুটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে ওঠে। এখনও (দুপুর ১২টা পর্যন্ত) থেমে থেমে শব্দ শোনা যাচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে মাটি কাঁপানো শব্দও শুনেছেন। সকালের ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

শাহপরীর দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ গফুর জানান, শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের মংডুতে শুক্রবার সকালে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এর কিছুক্ষণ পর বিকট দুটি শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা।

সেন্টমার্টিন দ্বীপের বাজারপাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, মিয়ানমারে রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে সকালে দুটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। আমরা আতঙ্কে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সুযোগ পেয়েও বিপত্তিতে পড়েছে স্কটল্যান্ড

চিনি ছাড়া কফি কি স্বাস্থ্যকর, জানাচ্ছেন বিশেষজ্ঞ

গোপালগঞ্জে বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের বিপক্ষে ওয়াসিম আকরাম

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত

অক্সফোর্ডের গবেষণা / তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত

তিন রুটে ৭ ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

১০

সাদ্দামের মায়ের প্রশ্ন, ‘এই জামিন দিয়ে কী হবে’

১১

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৯২ শতাংশ ফেল

১২

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের বড় সিদ্ধান্ত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

১৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

১৪

তারেক রহমানের জনসভাস্থলে নিরাপত্তা জোরদার

১৫

দাম বৃদ্ধির পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১৬

এবার নির্বাচনের জন্য টাকা চাইলেন জোনায়েদ সাকি

১৭

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

১৮

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

১৯

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

২০
X