সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফের উত্তপ্ত মিয়ানমার সীমান্ত, বোমার শব্দে কাঁপছে সেন্টমার্টিনও

মিয়ানমার সীমান্তে আজও ভেসে এসেছে গুলির শব্দ। ছবি : কালবেলা
মিয়ানমার সীমান্তে আজও ভেসে এসেছে গুলির শব্দ। ছবি : কালবেলা

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের অঞ্চল ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এপারের বাংলাদেশের বাসিন্দারা তা ভালোভাবে আঁচ করতে পারছেন। এবার টেকনাফের নাফ নদ তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনে থেমে থেমে ভারী গোলাগুলির শব্দ ভেসে আসছে। এ সময় মিয়ানমারের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ওপার থেকে গোলাগুলির শব্দ আসতে থাকে। দুপুর ১২টার দিকেও থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে।

আগের দিন বৃহস্পতিবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফের দক্ষিণ দিকের মিয়ানমার সীমান্ত থেকে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। তখন কয়েকটি স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ওই দিনই প্রথমবারের মতো সেন্টমার্টিনের বাসিন্দারা ওপারের গোলাগুলির শব্দ শোনে।

নাফ নদের কাছাকাছি এলাকার বাসিন্দাদের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে স্থানীয় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হয়েছে। সেখানে মেগিচং, কাদিরবিল, নুরুল্লাহপাড়া, মাংগালা ও ফাদংচা গ্রামেই এসব গোলাগুলি হচ্ছে। এসব এলাকায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কয়েকটি ফাঁড়ি রয়েছে। এসব ফাঁড়ি ঘিরে সংঘাত চলছে।

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহি উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে রাতভর গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তে থাকা বিজিবির সদস্যরা। সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির কারণে বিজিবি ও কোস্টগার্ডের টহল বাড়ানো হয়েছে। সীমান্তের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোছাইন জানান, নাফ নদের পূর্ব ও দক্ষিণাংশের ওপারে মিয়ানমার সীমান্তে বৃহস্পতিবার রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। শুক্রবার সকালে দুটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে ওঠে। এখনও (দুপুর ১২টা পর্যন্ত) থেমে থেমে শব্দ শোনা যাচ্ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝে মধ্যে মাটি কাঁপানো শব্দও শুনেছেন। সকালের ঘণ্টাব্যাপী গোলাগুলির শব্দ স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

শাহপরীর দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ গফুর জানান, শাহপরীর দ্বীপের ওপারে মিয়ানমারের মংডুতে শুক্রবার সকালে হেলিকপ্টার উড়তে দেখা গেছে। এর কিছুক্ষণ পর বিকট দুটি শব্দে কেঁপে উঠেছে সীমান্ত এলাকা।

সেন্টমার্টিন দ্বীপের বাজারপাড়ার বাসিন্দা আমির হোসেন বলেন, মিয়ানমারে রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে সকালে দুটি বিকট শব্দে এপারের মাটি কেঁপে উঠেছে। আমরা আতঙ্কে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১০

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১১

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১২

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৩

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৪

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৫

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৬

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৭

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৮

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৯

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

২০
X