বগুড়ার গাবতলীতে পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে তাদের বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক প্রাপ্তবয়স্ক দুজনকে জেলা কারাগারে ও কিশোর ৭ জনকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পীরগাছা বন্দর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে গাবতলী মডেল থানা পুলিশের এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, গাবতলী উপজেলার আটাপাড়া বাজার থেকে স্থানীয়রা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরিতে পিকনিকে যায়। সেখানে কয়েকজন কিশোর বার্মিজ চাকু কেনে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটি ফেরার পথে পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। গ্রেপ্তারকৃত ৯ জনের কাছ থেকে ৬টি ধারাল বার্মিজ চাকু উদ্ধার করা হয়। বাসটিতে নারী, পুরুষ ছাড়াও বেশ কয়েকজন শিশু ছিল।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ৯ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এলাকায় অপরাধ সংগঠনের জন্য তারা দিনাজপুর থেকে বার্মিজ চাকু কিনেছিল।
মন্তব্য করুন