ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবার বদৌলতে এমপি হচ্ছেন উম্মি ফারজানা

ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ থেকে ডজনের বেশি প্রার্থী থাকলেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যাচ্ছেন ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার।

মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তেমন একটা আলোচনায় না থাকলেও মনোনয়নে তার নাম বেশ চমকই বটে। ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের আ.লীগের সাবেক এমপি ও উপজেলা আ.লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারের মেয়ে তিনি।

নেতাকমীদের মতে, দলে বাবার যে ত্যাগ, তারই বদৌলতেই উম্মি ফারজানা আ.লীগের মনোনয়ন পেয়েছেন। এতে সংরক্ষিত আসনে প্রথমবারের মতো ঈশ্বরগঞ্জের কোনো নারী প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় সংসদের।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুছ ছাত্তার নৌকা পেলেও জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার কারণে তাকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়েছে। এর আগে ২০১৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে ওই ত্যাগের কারণে কেন্দ্রীয় আ.লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন ছাত্তার। জোটের কারণে ২০১৮ সালেও হন মনোনয়ন বঞ্চিত। এবারও তার ত্যাগের কারণেই মেয়েকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।

১৯৯৬ সালে আ.লীগের দলীয় মনোনয়নে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য হন আব্দুছ ছাত্তার। এই সময়কালে এলাকার উন্নয়ন ভূমিকা রাখা ও জনসম্পৃক্ততার কারণে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার। তবে জাতীয় পার্টির সঙ্গে জোটের কারণে ২০১৪ ও ২০১৮ এবং ২০২৩ সালের নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থী ছিল না আসনটিতে। ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে ফখরুল ইমাম নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা দুবারের উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

স্থানীয়রা জানিয়েছেন, ঈশ্বরগঞ্জ আ.লীগের নেতাকর্মীরা কয়েকটি ধারায় বিভক্ত। এর মধ্যে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুস ছাত্তার ও তার ভাতিজা সংসদীয় আসনটির বর্তমান এমপি মাহমুদ হাসান সুমনের নেতৃত্বাধীন দুটি গ্রুপ শক্তিশালী। জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহমুদ হাসান সুমন এমপি হলে চাচার শিবিরে কিছুটা হতাশা নেমে আসে। কিন্তু টানা তিনবার ছাত্তারের ত্যাগের বদৌলতে মেয়ে উম্মি ফারজানা ছাত্তার সংরক্ষিত আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত ছাত্তার সমর্থকরা।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ময়মনসিংহ থেকে আ.লীগের মনোনয়ন পাওয়া উম্মি ফারজানা ছাত্তার কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।

তিনি বলেন, নেত্রী আমার বাবার ত্যাগের মূল্যায়ন করেছে, এতে ঈশ্বরগঞ্জবাসী খুশি। কারণ অন্তত ১১ বছর পর আ.লীগ থেকে কোনো এমপি পেল এলাকাটিতে। বাবার যে প্রত্যয়গুলো ছিল এবং অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ঈশ্বরগঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে সেগুলো পূর্ণ করার চেষ্টা করব।

সাবেক এমপি ও উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার বলেন, স্মার্ট ও ডিজিটাল ঈশ্বরগঞ্জ উপহার দিতেই আমার মেয়েকে নেত্রী নির্বাচন করেছেন। নেত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ। উপদেষ্টা হিসেবে মেয়ের পাশে থাকব আমি, এলাকার মানুষ নিয়ে উন্নয়নকাজ করবে আমার মেয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

১০

৬০০ কোটি আয় ছাড়াল রজনীকান্তের ‘কুলি’

১১

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

১২

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

১৪

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

১৫

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

১৬

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

১৭

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

১৮

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

১৯

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

২০
X