গাঁজা কেনার খরচ কমাতে নিজ বাড়িতেই গাঁজা চাষ করেন এক সেবনকারী। এরপর চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও শুরু করেন তিনি। পরে পুলিশের জালে ধরা পড়েছেন ওই চাষি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘটেছে এমন ঘটনা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা চাষিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের গাঁজা চাষি বীরবল (৪০) একই এলাকার সত্যজিৎ (৩০), সাতপাড়া গ্রামের শাহ আলম (৩৫) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সুলতানপুর গ্রামের উপেন দাস (৫৫)।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে বীরবল নামের ওই ব্যক্তি নিজের বাড়ির আঙিনাতেই সযত্নে রোপণ করেছিলেন গাঁজার গাছ। তিনি নিজেও একজন গাঁজা সেবনকারী। বাইরে থেকে কিনতে গেলে খরচ বেশি হয়। তাই আট মাসে আগে নিজেই বীজ রোপণ করেছিলেন। এ ছাড়া ওই গাছের গাঁজা বিক্রি করে অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিলেন। বিক্রিও শুরু করেছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে উপ-পরিদর্শক মেহেদী হাসান ও অরূপ কুমার রায়সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের ১১ ফিট লম্বা গাঁজার গাছ, শুকনা গাঁজা ৭০ গ্রামসহ গাঁজা সেবনের সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, বসতবাড়িতে গাঁজার গাছ চাষাবাদ এবং ক্রয় বিক্রয়ের উদ্দেশে হেফাজতে রেখে সেবনের অপরাধে চার জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন