ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল নামের এক ট্রেনযাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ময়মনসিংহ রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
গোপাল পাল (৪৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, ঢাকাগামী মহুয়া কমিউটার থেকে নেমে ময়মনসিংহ রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান গোপাল। ওই সময় গোপালের কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। মোবাইল দিতে না চাওয়ায় গোপালের বুকে ছুরিকাঘাত করে ফেলে যায় তারা।
রেলওয়ে পুলিশ গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মরদেহ মর্গে রাখা আছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য করুন