প্রবহমান নদী দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। নদী হারাচ্ছে তার নাব্য আর গতিপথ। ক্ষীণ হয়ে যাওয়া নদী এখন মৃতপ্রায়। বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতার মাধ্যমে দখল করে নিয়েছে প্রায় ১২০ বিঘা নদীর জমি।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে শীতলক্ষ্যা নদী। এখানকার কৃষি ও শিল্প একসময় নদীনির্ভর ছিল। আজ সেই নদী মৃতপ্রায়, যে যার ইচ্ছেমতো ভোগদখল করছে নদীর জমি।
একটি সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন শীতলক্ষ্যা নদীর তীরে দখলদারদের নোটিশ দিয়েছে। কিন্তু বিভিন্ন কারণে নদীটি এখনো দখলমুক্ত করা সম্ভব হয়নি। উপজেলার কোম্পানিগুলো রাতারাতি বালি ভরাট করে দখল করে নিয়েছে নদীর পাড়।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদীয়া বলেন, নদী হচ্ছে আমাদের দেশের প্রাণ। নদী বাঁচলে আমাদের দেশ বাঁচবে। আমরা বিআইডব্লিউটির সঙ্গে সমন্বয় করে সিএস রেকর্ড অনুযায়ী সীমানার পিলার নির্মাণ করছি। যেন আমরা বুঝতে পারি কতটুকু সরকারি জমি দখলে আছে। এরপর উচ্ছেদ কার্যক্রম শুরু করব। এই কাজ আমাদের হাইকোর্টের আদেশেই হচ্ছে। এখানে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
মন্তব্য করুন