দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র শবেবরাত উপলক্ষে বসেছে এক দিনের মেলা

দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী মাজারে পবিত্র শবেবরাত উপলক্ষে মেলা বসেছে।
পবিত্র শবেবরাত উপলক্ষে বসেছে এক দিনের মেলা

দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী মাজারে পবিত্র শবেবরাত উপলক্ষে এক দিনের মেলা বসেছে। মাজার ও কবর জিয়ারতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার এলাকা। পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) শেষ বিকেলে গিয়ে দেখা যায়, হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে চেগেলগাজী মাজার এলাকা। শুধু মুসলমানই নয়, সব ধর্মের মানুষ এ মেলায় ভিড় জমিয়েছেন।

মাজার ও কবর জিয়ারতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বছরে দুইবার এই মেলা বসে। একবার পবিত্র আশুরায়, আরেকবার পবিত্র শবেবরাতে। তবে কবে থেকে মেলা বসতে শুরু করেছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। বয়োবৃদ্ধ থেকে সবার মুখে একটাই কথা জন্ম থেকেই এ মেলা তারা দেখে আসছেন। অনেকের ধারণা, মাজার যখন হয়েছে তখন থেকেই এ আসর বসে আসছে।

মেলায় দুল, চুরি, ফিতাসহ মাটির তৈরি হাড়িপাতিল, খেলনা, তৈজসপত্র, কাপড় থেকে শুরু করে খাবারের দোকান ও আগর বাতি, মোমবাতির পসরা নিয়ে বসেছেন দোকানিরা। শবেবরাতের রজনীর আগে দুপুর থেকে পরের দিন দুপুর পর্যন্ত চলে এ মেলা ।

তবে এই মেলায় কোনো গানবাজনা চলে না। সারারাত চলে কোরআন খতম ও মাজার এবং কবর জিয়ারত। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে এসে মাজারে মানত করে দান করে যান। আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে দোয়া করেন। এই মেলায় শুধু দিনাজপুরের নয় আশপাশের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ধর্মপ্রাণ মানুষেরাও মানতের জন্য আসেন।

পঞ্চগড় জেলা থেকে আসা মাদ্রাসার ছাত্র শাহাদৎ সুজন বলেন, এখানে আল্লাহর ওলি শায়িত আছেন। আমরা ওনার মাধ্যমে আল্লাহর কাছে বার্তা প্রেরণ করি। এখানে বিদআত কিছু হয় না।

২০ বছর ধরে মেলায় দোকান নিয়ে আসেন কামার বিরেন শাহা। তিনি দা, ছুরি, চাকু, বঁটি, কোদাল, খন্তিসহ বিভিন্ন সাংসারিক কাজে ব্যবহার্য জিনিসপত্র নিয়ে এসেছেন। তিনি বলেন, বছরে দুইবার পবিত্র আশুরা ও শবেবরাতে মেলা বসে। ছোট বেলায় দাদা বাবার সঙ্গে মেলায় দোকান নিয়ে আসতেন। এখন তিনি নিজেই এই মেলায় দোকান নিয়ে আসেন।

বাদাম বিক্রেতা কামাল হোসেন বলেন, তিনি এক ঘণ্টায় আড়াই হাজার টাকার বাদাম বিক্রি করেছেন। তিনি মেলায় ১০ মণ বাদাম নিয়ে এসেছেন। সব বিক্রি হয়ে যাবে বলে আশা করি।

এই মাজার ঘিরে রয়েছে একটি মসজিদ। মসজিদ ও মাজারের খাদেম মো. মোমিনুল ইসলাম জানান, প্রত্নতত্ত্ব বিভাগের একদল গবেষক নকশা দেখে মসজিদটি সুলতানি আমলের নিদর্শন বলে জানিয়েছেন। এ ছাড়া মসজিদে নির্মাণকাল নির্দেশক তিনটি শিলালিপি ছিল। এর একটি দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এই শিলালিপি থেকে জানা যায়, ১৪৬০ সালে মসজিদটি নির্মাণ করা হয়। সে হিসাবে এ স্থাপনার বয়স ৫৬৩ বছর। ধারাণা করা হয়, যখন থেকে মাজার প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই মেলা বসছে।

চেহেলগাজী মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আফজালুল হক বলেন, ইরাকের বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচারে আসা ৪০ জন গাজীর সঙ্গে গোপাল রাজার যুদ্ধ চলাকালে ৩৭ জন শহীদ হন। শেষ পর্যন্ত যুদ্ধ করেন তিনজন এবং জয়লাভ করেন। পরে তারা মৃত্যুবরণ করলে তাদেরও এখানে সমাহিত করা হয়। তাদের কবর ঘিরেই এ মাজার। ওই তিন গাজীর মধ্যে একজন জয়নুদ্দিন বাগদাদি বলে জানা গেছে।

তিনি বলেন, মসজিদ ও মাজার চত্বরে পুরোনো তিনটি কবর আছে। এরমধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়। তিনি গোপাল রাজার সেনাপতি বলরাম সেন। তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম রাখা হয় আল-আমিন। বাকি দুটি কবর কার তা সঠিক জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত, ঝোড়ো হাওয়ার শঙ্কা

তারেক রহমানের জন্য কৃষক মোতালেবের রাজকীয় চেয়ার

এসএসসি পাস করেও কলেজে আবেদন করেনি লক্ষাধিক শিক্ষার্থী

শাকিব ভাই আমার গান বাদ দিয়েছিলেন : জয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর...

বিশ্ব হাতি দিবসে নতুন প্রকল্পের ঘোষণা : হাতি সংরক্ষণে বড় উদ্যোগ

মালয়েশিয়ায় ২৪ লাখ কলিং ভিসার খবরে বিভ্রান্তি

নামাজ পড়তে পড়তে কপালে দাগ ওঠা কি নেককার হওয়ার লক্ষণ?

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

১০

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

১১

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

১২

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

১৩

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

১৪

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

১৫

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

১৬

সিলেটের সাদা পাথরকাণ্ডে ১০ সুপারিশ

১৭

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

১৮

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১৯

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

২০
X