ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃষকদের মাঝে সরিষা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে। উৎপাদন খরচ কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় এই এলাকায় প্রতিবছর সরিষার ফলন ভালো হচ্ছে। সরিষা চাষ করে খুশি কৃষকরা। এদিকে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে কাজ করেছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকদের দাবি, বাজারে সরিষার দাম বৃদ্ধি পেলে আরও বেশি লাভবান হতো তারা।
এখন মাঠজুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। আমন ধান উৎপাদনের পরে এবং বোরো ধান চাষের শুরুতে জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। দিন দিন এ অঞ্চলে বেড়েছে সরিষা চাষ। উচ্চ ফলনশীল বীজ, সময় কম লাগা, উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছে সরিষা চাষের প্রতি। কৃষকদের দাবি বাজারে সরিষার দাম তুলনামূলক কম থাকায় বেশি লাভবান হতে পারছেন না তারা।
কৃষক জামানসহ কয়েকজন কৃষক জানান, গত কয়েক বছর ধরে সরিষা চাষ করে আসছেন তারা। অল্প সময়ে অধিক লাভ পাওয়ায় তারা সরিষা চাষ করছেন। এই বছর আবহাওয়া ভালো থাকায় ফলন আশানুরূপ হয়েছে।
কৃষি অফিস সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে। বাজারে যদি এবার সরিষার দাম ভালো থাকে তাহলে আরও বেশি লাভবান হওয়া যাবে।
উচ্চ ফলনশীল সরিষার নতুন নতুন উন্নত জাত উদ্ভাবনের ফলে এ অঞ্চলের কৃষকদের মধ্যে দিন দিন আগ্রহ বাড়ছে সরিষা চাষের জন্য। উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান, রোপণের পর থেকে কৃষকদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
যে কারণে এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। চলতি মৌসুমে ত্রিশালে ১২৪০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, আমন ধান ঘরে তোলার পর কৃষকরা জমিতে সরিষা চাষ করছে। সরিষার ফলন শেষ হওয়ার পর ওই জমিতে বোরো ধান আবাদ করা হচ্ছে। এতে আমন আর বোরো মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে অন্যদিকে জমির উর্বরতা বাড়ছে।
মন্তব্য করুন