চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার বাংলাবাজার রেললাইনে ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনের একটি ইঞ্জিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। ইঞ্জিনটি বাংলাবাজার রেললাইন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মাইক্রোবাস লাইনে উঠে পড়ে। এতে সংঘর্ষের সূত্রপাত হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার এস আই সালাউদ্দিন খান নোমান বলেন, ইঞ্জিনটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম আছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
মন্তব্য করুন