কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে ভাই ভাবি কারাগারে

অভিযুক্ত সোলেমান মিয়া ও তার স্ত্রী। ছবি : কালবেলা
অভিযুক্ত সোলেমান মিয়া ও তার স্ত্রী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ বছরের সৎ বোনকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ উঠেছে সৎ ভাই ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরীর পিতা মোশারফ হোসেন মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাদী হয়ে কসবা থানায় পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ওইদিনই সন্ধ্যায় ছেলে সোলেমান মিয়া (৪০) ও পুত্রবধূ সেলিনা আক্তারকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কসবা থানায় দায়েরকৃত অভিযোগ ও কিশোরীর পিতার সঙ্গে কথা বলে জানা যায়, মোশারফ হোসেন দুটি বিবাহ করেছেন। দ্বিতীয় স্ত্রীর সন্তান ওই ভুক্তভোগী কিশোরী। প্রথম স্ত্রীর সংসারে সোলেমান মিয়া নামে তার এক ছেলে রয়েছে। তিনি কসবা সুপার মার্কেটের সামনে ফুটপাতে চায়ের দোকান চালান ও শহরের শীতল পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। দুই মাস আগে ছেলে সোলেমান হঠাৎ করে গ্রামের বাড়ি গিয়ে তার সৎ ছোট বোনকে শহরের বাসায় নিয়ে আসে।

তখন জানানো হয়, ছোট বোনকে লেখাপড়া করানোসহ বিয়ে দেওয়ার সব ব্যবস্থা করবে। বাবা সরল বিশ্বাসে বড় ছেলের সঙ্গে মেয়েকে তার বাসায় পাঠিয়ে দেয়। গত ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার সময় কিশোরী গ্রামের বাড়ি হরিপুরে বাবার কাছে চলে যায়। এত রাতে একা চলে আসার কারণ জানতে চাইলে সে তখন কিছুই বলেনি।

পরদিন ২৭ ফেব্রুয়ারি সোলায়মান আবার তার সৎ বোনকে আনতে গ্রামের বাড়ি যায়। তখন কিশোরী ভাইয়ের সঙ্গে যেতে অস্বীকৃতি জানায়। এ সময় কারণ জানতে চাইলে সে জানায়, গত দু’মাস ধরে ওই বাসায় রাতের বেলায় বিভিন্ন পুরুষের সঙ্গে তাকে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছে। সে এসব কাজ করতে রাজি না হলে তাকে মারধর করা হতো। তাই সে রাতের আঁধারে পালিয়ে বাড়িতে চলে এসেছে।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শরীরে মারধরের চিহ্ন পাওয়া যায়। মঙ্গলবার বিকেলে থানায় এসে ছেলে ও বউসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

শিশুর পিতা মোশারফ হোসেন আরও জানান, ভাই ভাবি হয়ে ছোট বোনের এমন সর্বনাশ করবে আমি ভাবতেও পারিনি। পরিবারে অভাব-অনটনের কারণে সরল বিশ্বাসে ছেলের বাসায় পাঠিয়েছিলাম। কসবা থানা ওসি রাজু আহাম্মেদ জানান, কিশোরীটির পিতার অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার ডাক্তারি পরীক্ষা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

দেশে মানবাধিকারের ৩ সংকট

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এফডিসিতে আর শুটিং হবে না, গবেষণা হবে : তথ্য উপদেষ্টা

বিদেশি গবেষকদের টানতে বিশাল পরিকল্পনা কানাডার

১০

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

১১

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

১২

পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

১৩

বানিয়ে ফেলুন শীতের সন্ধ্যায় মুখরোচক মুলার পাকোড়া

১৪

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

১৫

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৬

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা করা সেই আয়েশাকে যেভাবে গ্রেপ্তার করা হয়

১৮

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালকের

১৯

মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

২০
X