বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

‘ক্ষুব্ধ’ হয়ে মঞ্চ ছাড়লেন এমপি ফিরোজ

বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজ। ছবি : সংগৃহীত
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজ। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ স ম ফিরোজ। অনুষ্ঠানের পরিচয় পর্বের সময় তার সাবেক এপিএস আনিচুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে না দেওয়ায় ‘ক্ষুব্ধ’ হয়ে অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করেন সংসদ সদস্য আ স ম ফিরোজ।

ওই অনুষ্ঠান মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত বছর উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া উচিত দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন। বিষয়টি অপরাধ হিসেবে বিবেচনা করে তাকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করেন জেলা আওয়ামী লীগ। এখন পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগ আবদুল মোতালেব হাওলাদারকে বহিষ্কার করেনি। তবে জেলা আওয়ামী লীগ বহিষ্কারের সুপারিশ পাঠানোর পর থেকে বিভিন্ন সভা-সমাবেশে নিজের সাবেক এপিএস আনিচুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন সংসদ সদস্যপন্থি আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘আমাদের সভাপতি ও এমপি (আ স ম ফিরোজ) মহোদয় যে কাজটা করেছেন এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। শিক্ষার্থীদের মন ভেঙেছেন তিনি। আ স ম ফিরোজ সাহেব ছোট হোক এটা আমি এখনো চাই না।

বিষয়টি জানতে সংসদ সদস্য আ স ম ফিরোজে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জরুরি কাজ ছিল এবং শরীর ভালো না, তাই আমি চলে এসেছি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে (আবদুল মোতালেব) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক না। জেলা ও কেন্দ্র থেকে সে এক্সফেল। এটা আমাদের বিষয় না। সে গায়ের জোরে সাধারণ সম্পাদক থাকতে চাচ্ছে, এখন আপনারা যদি তাকে সাধারণ সম্পাদক বানিয়ে রাখতে চান রাখেন, অসুবিধার কী আছে। বিস্তারিত জানতে জেলা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, আমরা আবদুল মোতালেব হাওলাদারকে বহিষ্কারের জন্য সুপারিশ করে কেন্দ্রে পাঠিয়েছি। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগ আমাদের এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

উল্লেখ্য, বাউফলে আওয়ামী লীগের তিন গ্রুপ রাজনীতিতে সক্রিয় রয়েছে। পৃথকভাবে তিনটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আসম ফিরোজ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীকে গুলি

সৌদিতে ভারী বৃষ্টিতে ভূমিধস

কিশোর গ্যাং সংস্কৃতি দমনে মাঠ ভিত্তিক ক্রীড়া পরিচালনার আহ্বান চসিক মেয়রের

আইইএলটিএসে ৮০ হাজার প্রার্থীর ভুল ফলাফল, বাংলাদেশে প্রশ্নফাঁস

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস / পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট জব্দসহ আটক ১

রাত ১১টা হলেই বন্ধ থাকে গ্যাস সরবরাহ, এলাকাবাসীর ক্ষোভ

নিখোঁজের ৩৩ বছর পর বাড়ি ফেরা সেই মোবারক মারা গেছেন

১০

বরিশালে হেনস্তার ঘটনা নিয়ে মুখ খুললেন ফুয়াদ

১১

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ৫ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার

১২

বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে যে পথে এগোতে চায় জমিয়ত

১৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

১৪

সুদানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র দখল বিদ্রোহীদের

১৫

বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ

১৬

বিএনপিতে যোগ দিয়ে এলডিপি নেতা লিখলেন, ‘আলহামদুলিল্লাহ’

১৭

আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেপ্তার

১৮

৪০ ঘণ্টা ধরে অনশনে স্কুলশিক্ষক

১৯

বেশি দামে সার বিক্রি, ২ ডিলারকে দেড় লাখ টাকা জরিমানা

২০
X