বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি। শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের ইবি রোডের দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু নেতৃত্ব দেন। এতে অংশ নেন জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এ সময় সাবেক এমপি রুমানা মাহমুদ জিনিসপত্রের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, সরকার জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে। দ্রব্যমূল্যর দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সামনে রমজান মাস অথচ সব দ্রব্যের দাম আকাশ ছোঁয়া।
মন্তব্য করুন