কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে ঘোষ্পা ক্যাপটিন ফরিদ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা দেড়টায় তাদের আটক করা হয়।
শনিবার (৯ মার্চ) বরুড়া উপজেলা ১১নং গালিমপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১নং গালিমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করেছেন রবিউল আলম, মোটরসাইকেল প্রতীকে আলহাজ বাচ্ছু মিয়া, আনারস প্রতীকে মিজানুর রহমান, চশমা প্রতীকে গিয়াজ উদ্দিন।
এ ছাড়াও গালিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মন্তব্য করুন