বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালিশ বৈঠকে অসুস্থ হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দীন খাদেম লিটন (৬০) মারা গেছেন। শনিবার (৯ মার্চ) রাতে পৌর শহরের খড়মপুর মাজার শরীফ মার্কেট কাম রেস্ট হাউসের হলরুমে একটি সালিশে অংশ নেন তিনি।

পরে বৈঠক শুরু হওয়া মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী নাসির উদ্দীন খাদেম লিটন আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই রুপম খাদেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আখাউড়া পৌরসভার টানা তিন মেয়াদে কমিশনার ও কাউন্সিলর ছিলেন। খড়মপুর কল্লা শহীদ র. মাজার শরীফ পরিচালনা কমিটিরও বর্তমান সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

রোববার (১০ মার্চ) বাদ জোহর জানাজা শেষে খড়মপুর মাজার শরীফ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, লিটন খাদেমের ছোট ভাই মাইনুদ্দিন খাদেম ও একই গ্রামের খাঁ বাড়ির ফোরকান খাদেমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাত ৮টায় মাজার হলরুমে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে ফোরকান খাদেমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা হট্টগোল করে সভাস্থল থেকে চলে যায়। একপর্যায়ে লিটন খাদেম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিবুর রহমান মুবিন বলেন, গতকার রাত ৮টা ৫০ মিনিটে নাসির উদ্দিন খাদেম লিটন নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন তার কোনো হৃদস্পন্দন পাইনি। আমরা তাৎক্ষণিক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করেও একই অবস্থা দেখতে পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ওই সালিশের সভাপতি ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু কালবেলাকে বলেন, সালিশ চলাকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হট্টগোল হলে আমরা বৈঠক মুলতবি করে দেই। পরে সবাই দুতলা থেকে নিচে নেমে যাওয়ার পর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন কাকা অসুস্থ হয়ে যান। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বিয়ে করলেন মধুমিতা

কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, যা বললেন নাজমি

‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির কথা ভিত্তিহীন, এটা জামায়াতের অপপ্রচার’

এটিএম বুথে কার্ড আটকে গেলে যা করবেন

হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হিজাব পরা আপুরাও মিথ্যা ছড়াচ্ছেন’—মেয়েদের ট্রল নিয়ে বিস্ফোরক বুবলী

লবণ বেশি খেলে কী ঘটে শরীরে জেনে নিন

যাদের জন্য পেঁপে খাওয়া বিপজ্জনক

‘ওর মা নেই, ওকে মারবেন না প্লিজ’

দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

১০

তরুণদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগ বিশেষজ্ঞদের

১১

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের

১২

বেকার ভাতা নয়, আমরা কাজ দেব : জামায়াত আমির

১৩

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ বিসিবির 

১৪

ভারতের সঙ্গে ‘সবচেয়ে বড় চুক্তি’ করছে ইইউ

১৫

পাকিস্তানি তরুণীর রূপে মুগ্ধ ভারতীয় অফিসার, ভিডিও ভাইরাল

১৬

প্রতিদিনের যেসব অভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে

১৭

কান্নার ভান করতে গিয়ে হেসে ফেললেন নববধূ

১৮

ভিসামুক্ত সুবিধা চালু করল ব্রাজিল

১৯

ক্লিনিকাল ট্রায়ালে প্রোবায়োটিক ‘কারকুমা বায়োকমফোর্ট’র ইতিবাচক সাড়া

২০
X