বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালিশ বৈঠকে অসুস্থ হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দীন খাদেম লিটন (৬০) মারা গেছেন। শনিবার (৯ মার্চ) রাতে পৌর শহরের খড়মপুর মাজার শরীফ মার্কেট কাম রেস্ট হাউসের হলরুমে একটি সালিশে অংশ নেন তিনি।

পরে বৈঠক শুরু হওয়া মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী নাসির উদ্দীন খাদেম লিটন আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই রুপম খাদেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আখাউড়া পৌরসভার টানা তিন মেয়াদে কমিশনার ও কাউন্সিলর ছিলেন। খড়মপুর কল্লা শহীদ র. মাজার শরীফ পরিচালনা কমিটিরও বর্তমান সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

রোববার (১০ মার্চ) বাদ জোহর জানাজা শেষে খড়মপুর মাজার শরীফ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, লিটন খাদেমের ছোট ভাই মাইনুদ্দিন খাদেম ও একই গ্রামের খাঁ বাড়ির ফোরকান খাদেমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাত ৮টায় মাজার হলরুমে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে ফোরকান খাদেমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা হট্টগোল করে সভাস্থল থেকে চলে যায়। একপর্যায়ে লিটন খাদেম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিবুর রহমান মুবিন বলেন, গতকার রাত ৮টা ৫০ মিনিটে নাসির উদ্দিন খাদেম লিটন নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন তার কোনো হৃদস্পন্দন পাইনি। আমরা তাৎক্ষণিক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করেও একই অবস্থা দেখতে পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ওই সালিশের সভাপতি ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু কালবেলাকে বলেন, সালিশ চলাকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হট্টগোল হলে আমরা বৈঠক মুলতবি করে দেই। পরে সবাই দুতলা থেকে নিচে নেমে যাওয়ার পর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন কাকা অসুস্থ হয়ে যান। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ তারকা

আরব আমিরাতে ২৫ বন্দির মুক্তির বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

শান্তি রক্ষা মিশন নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী বহিষ্কার, প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন

পরকীয়া সন্দেহে গলা কেটে স্ত্রীকে হত্যা

গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

দুই ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল

টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী : সিভিল সার্জন

১০

স্বর্ণের পর রুপার দামেও নতুন ইতিহাস

১১

সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা

১২

যে সমীকরণ মিললে তিন ম্যাচ হেরেও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

১৩

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

১৪

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

১৫

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

১৬

পাঁচ ইসলামী ব্যাংক এক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

১৭

নারীদের বন্ধ্যত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

১৮

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

১৯

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

২০
X