বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালিশ বৈঠকে অসুস্থ হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দীন খাদেম লিটন (৬০) মারা গেছেন। শনিবার (৯ মার্চ) রাতে পৌর শহরের খড়মপুর মাজার শরীফ মার্কেট কাম রেস্ট হাউসের হলরুমে একটি সালিশে অংশ নেন তিনি।

পরে বৈঠক শুরু হওয়া মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী নাসির উদ্দীন খাদেম লিটন আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই রুপম খাদেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আখাউড়া পৌরসভার টানা তিন মেয়াদে কমিশনার ও কাউন্সিলর ছিলেন। খড়মপুর কল্লা শহীদ র. মাজার শরীফ পরিচালনা কমিটিরও বর্তমান সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

রোববার (১০ মার্চ) বাদ জোহর জানাজা শেষে খড়মপুর মাজার শরীফ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, লিটন খাদেমের ছোট ভাই মাইনুদ্দিন খাদেম ও একই গ্রামের খাঁ বাড়ির ফোরকান খাদেমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাত ৮টায় মাজার হলরুমে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে ফোরকান খাদেমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা হট্টগোল করে সভাস্থল থেকে চলে যায়। একপর্যায়ে লিটন খাদেম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিবুর রহমান মুবিন বলেন, গতকার রাত ৮টা ৫০ মিনিটে নাসির উদ্দিন খাদেম লিটন নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন তার কোনো হৃদস্পন্দন পাইনি। আমরা তাৎক্ষণিক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করেও একই অবস্থা দেখতে পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ওই সালিশের সভাপতি ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু কালবেলাকে বলেন, সালিশ চলাকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হট্টগোল হলে আমরা বৈঠক মুলতবি করে দেই। পরে সবাই দুতলা থেকে নিচে নেমে যাওয়ার পর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন কাকা অসুস্থ হয়ে যান। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

ছেলের মৃত্যুর খবরে প্রাণ গেল মায়ের, হাসপাতালে বাবা

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

১০

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

১১

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

১২

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

১৩

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

১৪

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

১৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

১৬

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১৭

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১৮

জামায়াত প্রার্থীকে শোকজ

১৯

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

২০
X