বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দীন খাদেম লিটন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সালিশ বৈঠকে অসুস্থ হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দীন খাদেম লিটন (৬০) মারা গেছেন। শনিবার (৯ মার্চ) রাতে পৌর শহরের খড়মপুর মাজার শরীফ মার্কেট কাম রেস্ট হাউসের হলরুমে একটি সালিশে অংশ নেন তিনি।

পরে বৈঠক শুরু হওয়া মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাজী নাসির উদ্দীন খাদেম লিটন আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই রুপম খাদেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আখাউড়া পৌরসভার টানা তিন মেয়াদে কমিশনার ও কাউন্সিলর ছিলেন। খড়মপুর কল্লা শহীদ র. মাজার শরীফ পরিচালনা কমিটিরও বর্তমান সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

রোববার (১০ মার্চ) বাদ জোহর জানাজা শেষে খড়মপুর মাজার শরীফ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা যায়, লিটন খাদেমের ছোট ভাই মাইনুদ্দিন খাদেম ও একই গ্রামের খাঁ বাড়ির ফোরকান খাদেমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাত ৮টায় মাজার হলরুমে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে একপর্যায়ে ফোরকান খাদেমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা হট্টগোল করে সভাস্থল থেকে চলে যায়। একপর্যায়ে লিটন খাদেম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাহিবুর রহমান মুবিন বলেন, গতকার রাত ৮টা ৫০ মিনিটে নাসির উদ্দিন খাদেম লিটন নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন তার কোনো হৃদস্পন্দন পাইনি। আমরা তাৎক্ষণিক ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করেও একই অবস্থা দেখতে পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

ওই সালিশের সভাপতি ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু কালবেলাকে বলেন, সালিশ চলাকালে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে হট্টগোল হলে আমরা বৈঠক মুলতবি করে দেই। পরে সবাই দুতলা থেকে নিচে নেমে যাওয়ার পর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন কাকা অসুস্থ হয়ে যান। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

এদিকে আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী সকালে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

কাজের সময় বিদ্যুৎ লাইন চালু, তারে ঝুলছিল মরদেহ

‘আমার সাথে খেলতে আইসো না’, কাকে হুঙ্কার দিলেন মমতা

নির্বাচকদের নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য লিটনের

শত্রুর বুকে কম্পন ধরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

বিচারব্যবস্থায় ডিজিটাল রূপান্তর / সরকার ও ড্যাফোডিলের সহযোগিতায় কোর্ট অটোমেশন সিস্টেম

আরও ১৩ এসপির দপ্তর বদল

১০

শীতকালে পেটে গ্যাস হওয়া থেকে বাঁচতে যেসব সবজি এড়িয়ে চলবেন

১১

‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হবে’

১২

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

১৩

‘বিএনপি সরকারে এলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার হবে’  

১৪

রাজশাহীর নতুন কমিশনার জিল্লুর রহমান

১৫

এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল কবে, যা জানা গেল

১৬

বিয়ে নিয়ে ‘চমক’ দেবেন দেব-রুক্মিণী, চলছে পরিকল্পনা

১৭

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

১৮

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

১৯

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

২০
X