ফরিদপুরের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (১১ মার্চ) সকালে ফরিদপুর শহরতলীর ডিক্রির চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌপুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা একটি মরদেহ বাঁশতলা খেয়াঘাট এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসতে দেখে সিএন্ডবি ঘাট নৌপুলিশ থানায় খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত ব্যক্তি সাদা-কালো রঙের ফুল হাতা সোয়েটার ও নীল-খয়েরি রঙের জামা এবং জিন্সের প্যান্ট পরিহিত ছিল। তার গলায় একটি মাফলার পেঁচানো ছিল।
ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির কালবেলাকে জানান, মরদেহটি এলাকার মনে হচ্ছে না, তাই পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি দুই-তিন দিনের পুরোনো লাশ এবং পদ্মা নদী দিয়ে ভাসতে ভাসতে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌপুলিশের এসআই ইদ্রিস শেখ কালবেলাকে বলেন, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সিএন্ডবি ঘাট এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন