ফরিদপুরের ভাঙ্গায় কুকুর পালের তাড়া খেয়ে গাছের মগডালে ওঠে নিজেকে রক্ষা করেছে লোকালয়ে আসা মেছোবাঘ। সোমবার (১১ মার্চ) ভাঙ্গা উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামে এমন ঘটনা ঘটেছে।
উপজেলা মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঝারি আকৃতির গায়ে ছোপ ছোপ ডোরা একটি মেছোবাঘ সম্ভবত নিজ আস্তানা ভুলে গিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। পরে কয়েকটি কুকুর দল বেঁধে মেছোবাঘটিকে তাড়া করে। উপায়ান্ত না পেয়ে বাঘটি প্রায় আশি ফুট উঁচু একটি মেহগনি গাছে ওঠে বসে। স্থানীয় জনতা, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, ফরিদপুর জেলা বন বিভাগ চেষ্টা চালিয়ে ধরতে ব্যর্থ হয়। দিনভর হাজার হাজার উৎসুক জনতা সেলফি আর ভিডিও করে ফেসবুকে ভাইরাল করেন।
এ বিষয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদা জানান, স্থানীয় জনতা ও ফরিদপুর বন বিভাগ চেষ্টা চালিয়ে সন্ধ্যা পর্যন্ত ধরা সম্ভব হয়নি। সম্ভবত মেছোবাঘটি ভয়ে নিচে নামছে না, প্রায় ৫০ ফুট উঁচু গাছে বসে আছে। এদিকে বন বিভাগের কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন