মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০৯:৩০ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মোড়া তৈরি করে স্বাবলম্বী পাহাড়ের নারীরা

বাঁশ ও বেতের সমন্বয়ে তৈরি মোড়া। ছবি : কালবেলা
বাঁশ ও বেতের সমন্বয়ে তৈরি মোড়া। ছবি : কালবেলা

কেউ বাঁশ কেটে প্রয়োজনমতো সাইজ করে নিচ্ছেন। কেউ তৈরি করছেন শলাকা। কেউ আবার বাঁশ ও বেত একসঙ্গে করে মোড়া তৈরি করছেন এ গ্রামের নারীরা। তবে নারী-পুরুষ, ছোট-বড় সবাই এ কাজের সঙ্গে জড়িত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নিপুণ হাতে তৈরি করেন এক একটি মোড়া।

এভাবেই গত এক দশকেরও বেশি সময় ধরে মোড়া তৈরি করে সংসারে আর্থিক সচ্ছলতা এনেছেন নারীরা। এসব নারীদের হাত ধরে পরিবার থেকে শুরু করে বদলে গেছে পুরো দুটি গ্রাম।

বলছিলাম মাটিরাঙ্গা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামের সংগ্রামী নারীদের কথা। পিছিয়ে পড়া এ জনপদের নারীদের নিপুণ হাতের ছোঁয়ায় এসব পাড়ার প্রতিটি বাড়ি হয়ে উঠেছে ছোট ছোট কুটিরশিল্প।

কাজীপাড়ায় ঘুরে দেখা যায়, বাড়ির উঠানে মোড়া তৈরি করছেন মরিয়ম বিবি। মায়ের সঙ্গে বসে বাঁশ-বেতের সমন্বয়ে মোড়া তৈরি করছে কলেজ পড়ুয়া আবিদা। আবিদার মতো স্কুল-কলেজ পড়ুয়া এমন অনেকেই লেখাপড়ার ফাঁকে ফাঁকে মায়ের সঙ্গে মোড়া তৈরির কাজ করে।

জামিলা বেগম জানান, দীর্ঘ ৯ বছর ধরে মোড়া তৈরি করে সংসার চালাচ্ছেন তিনি। স্বামীর পাশাপাশি তিনিও আয় করছেন। সংসারের যাবতীয় খরচের পর বাড়তি টাকা সঞ্চয় করছেন। পরিবার নিয়ে সুখেই আছেন তিনি।

জরিপা বেগম বলেন, এখানকার প্রতিটি বাড়িতেই মোড়া তৈরি করা হয়। পরিবারের কাজ শেষে সবাই মোড়া তৈরিতে ব্যস্ত থাকেন। কারোরই যেন অবসর নেই। মোড়া তৈরি করে সবার পরিবারেই কমবেশি আর্থিক সচ্ছলতা এসছে বলে জানান তিনি।

তবে পাহাড়ের এসব সংগ্রামী নারীদের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন। ইতোমধ্যে তিনি কাজীপাড়া ও হাতিয়াপাড়ার শতাধিক নারীকে মোড়া তৈরি উপকরণ দিয়ে তাদের সংগ্রামের সারথী হয়েছেন। তার মানবিক সহায়তায় নারীরাও ঘুরে দাঁড়িয়েছে।

আকার ও মান অনুযায়ী প্রতি জোড়া মোড়া বিক্রি হয় ৬০০ টাকা থেকে শুরু করে ১২০০ টাকায়। প্রতি সপ্তাহে ৩-৪ জোড়া মোড়া তৈরি করে একেকজন নারী। যা থেকে একেকজন সপ্তাহে ২০০০ থেকে ৩০০০ টাকা আয় করে থাকেন।

এসব নারীদের নিপুণ হাতে তৈরি এসব মোড়া ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ঢাকা, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে। স্থানীয়ভাবে সংগ্রহ করে এসব মোড়া সমতলের জেলাগুলোতে বাজারজাত করার মতো কাজটি করে থাকেন স্থানীয় পাইকার মো. কামরুল ইসলাম। দেশের সমতলের বাজারে এখানকার মোড়ার ব্যাপক চাহিদার কথা জানান তিনি।

কাজীপাড়া ও হাতিয়াপাড়ার নারীরা বোঝা না হয়ে সংসারের হাল ধরেছেন মন্তব্য করে মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন বলেন, মোড়া তৈরিতে নিয়োজিত নারীরা যথাযথ প্রশিক্ষণ পেলে এটি পাহাড়ের একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠবে। অযথা গালগল্পে অলস সময় পার না করে মোড়া তৈরি করে সংসার স্বাবলম্বী হওয়া যায়।

গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন বলেন, নারীরাও যে পারে তার অনন্য উদাহরণ গড়েছে কাজীপাড়া ও হাতিয়াপাড়ার নারীরা। তারা শুধুমাত্র পারিবারিক কাজে নিজেদের আটকে না রেখে অবসর সময়ে মোড়া তৈরি করে বাড়তি টাকা আয় করছে। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা মোড়াকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান তিনি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখা এসব নারীর প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিষয়টি বিবেচনা করা হবে। তাদের ঋণ প্রদানসহ মোড়া শিল্পকে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায়

স্কুলে হামলা চালিয়ে ২২৭ শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

গাজায় যুদ্ধবিরতির পর ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ

এইচএসসি পাসেই মেঘনা গ্রুপে চাকরির সুযোগ 

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

১০

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

২২ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

বৈঠকের পর মামদানির প্রশংসায় ট্রাম্প

১৪

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

১৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

১৬

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

১৭

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

১৮

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

১৯

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

২০
X