ফরিদপুরে ভাঙ্গায় লোকালয়ে ঢুকে পড়া বিরল প্রজাতির মেছোবাঘটি গত দুদিনেও আটক করতে পারছে না বন বিভাগ। এ ঘটনায় শিশু শিক্ষার্থীরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, সোমবার (১১ মার্চ) ভাঙ্গা উপজেলা পৌর সদরের ছিলাধরচর গ্রামে কুকুরের তাড়া খেয়ে গাছের মগডালে ওঠে নিজেকে রক্ষা করে লোকালয়ে আসা মেছোবাঘটি। বন বিভাগ কয়েকদফায় চেষ্টা করেও বাঘটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে আসা অ্যানিম্যাল রেস্কোয়ার্স বাংলাদেশের (এআরবি) একটি দল সন্ধ্যার পরে দুই ঘণ্টা চেষ্টা করে। এ সময় গাছ থেকে নামানোর চেষ্টা করা হলে এটি লোকালয়ে ঢুকে পড়ে। পরে ব্যর্থ হয়ে উদ্ধারকর্মীরা ঢাকায় ফিরে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-এ খুদা বলেন, দুই দিনে বন বিভাগসহ স্থানীয়রা মেছোবাঘকে ধরার চেষ্টা করে। কিন্তু সম্ভব হয়নি। তবে আমরা সন্ধান পেলে ধরার চেষ্টা করব।
ফরিদপুর জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মীর সাইদুর রহমান বলেন, মেছাবাঘটি গাছে আটকা পড়েছিল। প্রথমে বন বিভাগ এটি ধরতে সক্ষম হয়েছিল পরে সেটি ছুটে যায়। তবে প্রাণীটি অবমুক্ত রয়েছে।
স্থানীয়রা জানান, মেছোবাঘটি কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল। এ অবস্থায় খাবার না পেলে হিংস্র হয়ে উঠতে পারে।
বন বিভাগের উদ্ধারকর্মী লিমন বলেন, মেছোবাঘটি বেশ বড়, তাকে নামানোর সময় লাফিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। পরে আর খুঁজে পাওয়া যায়নি। আমাদের ঢাকায় ফিরে যেতে হচ্ছে।
মন্তব্য করুন