বরগুনার আমতলীতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা দেওয়াসহ ভয়ভীতি ও খুন জখমের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে আমতলীর শুলিশাখালী ইউনিয়নের বাজারখালী স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগপত্র ও ভুক্তভোগী ওই সাংবাদিকের বক্তব্য সূত্রে জানা গেছে, বাজারখালী এলাকার স্লুইসগেট এলাকায় স্থানীয় নান্নু চৌকিদারের ছেলে সাইদুর চৌকিদার অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমিতে পাকা ঘর নির্মাণ করছে। এমন খবর পেয়ে সাংবাদিক আল আমিন বাবু ও মনিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান। সেখানে সংবাদ প্রকাশের জন্য ভিডিও ধারণ করেন তারা। এ সময় অভিযুক্ত সাইদুর চৌকিদার ছুটে এসে তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। উত্তেজিতভাবে অকথ্য ভাষায় তাদের গালাগাল করেন তিনি। এ সময় সাংবাদিক মনিরুল প্রতিবাদ করলে তাকেও ভয়ভীতিসহ খুন জখমের হুমকি দেওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যার পরে অভিযুক্ত সাইদুর চৌকিদারকে বিবাদী করে ও মনিরুল ইসলামকে ১ নম্বর সাক্ষী করে আল আমিন বাবু আমতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে আমতলী থানার এসআই বিশ্বজিৎ শীলকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।
এ বিষয়ে অভিযুক্ত সাইদুর চৌকিদারকে মোবাইল ফোন যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু কালবেলাকে বলেন, তথ্য সংগ্রহ করার সময় বাজারখালী এলাকায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। একটি অভিযোগও আমরা পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন