টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকার সুশান্ত বাকালী (৩৫) ও অটোরিকশাচালক উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া এলাকার উজ্জ্বল মিয়া (৩৫)। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় পশ্চিম দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালকের মৃত্যু হয়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুজ্জামান জানান, ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন