মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার চট্টগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিঠাছড়া জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা
মিঠাছড়া জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ দায় স্বীকার করছে না। এদিকে অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে হাসপাতালে সালমা আক্তার (২৩) নামে ওই গৃহবধূকে ভর্তি করান স্বজনরা। পরে রাত ১২টায় নরমাল ডেলিভারি শেষে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু সালমার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

সালমা উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদি নগর গ্রামের ইদ্র্রিস মিয়ার বাড়ির কুয়েত প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির নাজমিন সুহানা নামের ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে।

এদিকে জন্ম নেওয়া নবজাতক সুস্থ রয়েছে। সে তার নানি ও খালার কাছে রয়েছে। তার নাম রাখা হয়েছে আদনান হোসেন।

জানা গেছে, সালমা আক্তার শুরু থেকে এই হাসপাতালে ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা নিয়ে আসছিলেন। নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ডাক্তারের পরামর্শ নিয়ে চলাফেরা করেছেন তিনি।

সালমার বোন সানজিদা আক্তার বলেন, ‘শুরু থেকে মিঠাছরা জেনারেল হাসপাতালের ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা করে আসছিলেন আমার বোন। মৃত্যুর পরে জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ বলেন, আমার বোনের জরায়ুতে টিউমার থাকায় মৃত্যু হয়েছে। টিউমার যদি থাকত তারা আগে বলেনি কেন? এতবার আলট্রাসনোগ্রাম করিয়েছে এই হাসপাতালে। সন্তান ডেলিভারির পরে কেন বলছে। আমার বোনের মতো আর দশ পরিবারের এই ক্ষতি যেন না করে মিঠাছরা জেনারেল হাসপাতাল, তাই আমরা উপযুক্ত বিচার চাই।’

কান্নাজড়িত কণ্ঠে সালমার মা আকলিমা বেগম বলেন, ‘সন্তান প্রসবের পরে আমার মেয়ে আমাকে জানালা দিয়ে ডেকেছে। হাসপাতালের লোকজন ঢুকতেই দেয় নাই। তাদের গাফিলতির কারণে আমার মেয়েকে হারালাম।’

তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেওয়া নাতি এবং ৬ বছরের সুহানা এতিম হয়ে গেল। মেয়ের মৃত্যুর পরে হাসপাতালের পরিচালক মাসুদকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেছেন, ‘‘নো সাউন্ড, কোনো কথা নাই’। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মিঠাছরা জেনারেল হাসপাতালের পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমার হাসপাতালে মারা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সাড়ে ১১টায় নরমাল ডেলিভারি হয় এই রোগীর। পরে ব্লিডিং দেখে আমরা সেলাই দিয়ে রেফার করি।’

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। ঘটনাটি আপনার কাছেই শুনলাম। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় টাঙ্গাইলের মির্জাপুরে একটি ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যুর পর নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।

নিহত প্রসূতির নাম রাশেদা আক্তার ওরফে মুক্তি (২৬)। তিনি উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের স্ত্রী।

রোববার (১৭ মার্চ) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আল মোহনা হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১০

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১১

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১২

কে এই তামিম রহমান?

১৩

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৪

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৫

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৬

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৭

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৮

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

১৯

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

২০
X