মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার চট্টগ্রামে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

মিঠাছড়া জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা
মিঠাছড়া জেনারেল হাসপাতাল। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ দায় স্বীকার করছে না। এদিকে অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে হাসপাতালে সালমা আক্তার (২৩) নামে ওই গৃহবধূকে ভর্তি করান স্বজনরা। পরে রাত ১২টায় নরমাল ডেলিভারি শেষে সন্তান প্রসব করেন তিনি। কিন্তু সালমার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

সালমা উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদি নগর গ্রামের ইদ্র্রিস মিয়ার বাড়ির কুয়েত প্রবাসী নাজিম উদ্দিনের স্ত্রী। এই দম্পতির নাজমিন সুহানা নামের ৬ বছরের এক কন্যাসন্তান রয়েছে।

এদিকে জন্ম নেওয়া নবজাতক সুস্থ রয়েছে। সে তার নানি ও খালার কাছে রয়েছে। তার নাম রাখা হয়েছে আদনান হোসেন।

জানা গেছে, সালমা আক্তার শুরু থেকে এই হাসপাতালে ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা নিয়ে আসছিলেন। নরমাল ডেলিভারির জন্য হাসপাতালের নিয়ম অনুযায়ী টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে ডাক্তারের পরামর্শ নিয়ে চলাফেরা করেছেন তিনি।

সালমার বোন সানজিদা আক্তার বলেন, ‘শুরু থেকে মিঠাছরা জেনারেল হাসপাতালের ডা. শারমিন আয়েশার পরামর্শে চিকিৎসা করে আসছিলেন আমার বোন। মৃত্যুর পরে জেনারেল হাসপাতালের পরিচালক মাসুদ বলেন, আমার বোনের জরায়ুতে টিউমার থাকায় মৃত্যু হয়েছে। টিউমার যদি থাকত তারা আগে বলেনি কেন? এতবার আলট্রাসনোগ্রাম করিয়েছে এই হাসপাতালে। সন্তান ডেলিভারির পরে কেন বলছে। আমার বোনের মতো আর দশ পরিবারের এই ক্ষতি যেন না করে মিঠাছরা জেনারেল হাসপাতাল, তাই আমরা উপযুক্ত বিচার চাই।’

কান্নাজড়িত কণ্ঠে সালমার মা আকলিমা বেগম বলেন, ‘সন্তান প্রসবের পরে আমার মেয়ে আমাকে জানালা দিয়ে ডেকেছে। হাসপাতালের লোকজন ঢুকতেই দেয় নাই। তাদের গাফিলতির কারণে আমার মেয়েকে হারালাম।’

তিনি আরও বলেন, ‘আমার সদ্য জন্ম নেওয়া নাতি এবং ৬ বছরের সুহানা এতিম হয়ে গেল। মেয়ের মৃত্যুর পরে হাসপাতালের পরিচালক মাসুদকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেছেন, ‘‘নো সাউন্ড, কোনো কথা নাই’। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত মিঠাছরা জেনারেল হাসপাতালের পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমার হাসপাতালে মারা যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সাড়ে ১১টায় নরমাল ডেলিভারি হয় এই রোগীর। পরে ব্লিডিং দেখে আমরা সেলাই দিয়ে রেফার করি।’

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। ঘটনাটি আপনার কাছেই শুনলাম। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করায় টাঙ্গাইলের মির্জাপুরে একটি ক্লিনিকে এক প্রসূতির মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যুর পর নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক বলে তার পরিবার জানিয়েছে।

নিহত প্রসূতির নাম রাশেদা আক্তার ওরফে মুক্তি (২৬)। তিনি উপজেলার হিলড়া আদাবাড়ি গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের স্ত্রী।

রোববার (১৭ মার্চ) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আল মোহনা হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১০

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১১

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১২

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৩

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৪

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৫

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৬

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৭

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৮

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৯

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

২০
X