রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত আনন্দ কুমার বিশ্বাস (৩৪) বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে। তিনি তেঁতুলিয়া বাজারের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠে ক্ষেত দেখতে যান আনন্দ। এ সময় তাকে সাপ কামড় দেয়। দ্রুত তাকে বাড়িতে এনে ওঝা দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এতে অবস্থার পরিবর্তন না হলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন