কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সবজির বাজারে ধস, চাষিদের মাথায় হাত

লালমনিরহাট সবজির বাজার। ছবি : কালবেলা
লালমনিরহাট সবজির বাজার। ছবি : কালবেলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাটে সবজির বাজারে ধস নেমেছে। হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সবখানেই সবজিতে ভরপুর। সাতসকালে খেত থেকে সবজি তুলে হাটে আনেন চাষিরা। ক্রেতা-বিক্রেতা আর আড়তদারদের ভিড় ছিল নিত্যদিনের মতো। কিন্তু ছিল না সবজির কাঙ্ক্ষিত দাম। ঢাকায় নিত্যপণ্যের যখন অব্যাহত মূল্যবৃদ্ধিতে দিশাহারা ক্রেতা-বিক্রেতা সেই সময় সবজির বাজারে ধস নেমেছে উত্তরের জেলা লালমনিহাটে। ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি মিললেও দিশাহারা কৃষক।

বুধবার (২০ মার্চ) লালমনিরহাট সবজির বাজার ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০-৬০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৪-৭ টাকা কেজি দরে, মুলা ৩-৭ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৭-১০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজি, লালশাক এক টাকা আঁটি, ধনেপাতা ৫-১০ টাকা কেজি, ৭০-৮০ টাকা কেজি দরের পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে নেমে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। কাঁচা মরিচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৮০-৯০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি দরে। এমন বাজার পরিস্থিতিতে ক্রেতারা সন্তুষ্ট।

স্থানীয় কৃষকরা জানান, সার তেল কীটনাশক বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক গুণ। মৌসুমের শুরুতে তাদের উৎপাদিত সবজির ভালো দাম পেলেও ভরা রমজান মাসে তাদের আশা ছিল অনেক বেশি দাম পাবেন তারা। কিন্তু রমজানের সপ্তাহ পার হওয়ার আগেই ধস নেমেছে সবজির বাজারে। তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য পরিবহন খরচই উঠছে না তাদের।

কালীগঞ্জে সরকারি কলেজের ছাত্রাবাসে থাকা এক ছাত্র জানান, আমরা রীতিমতো সবজি খাওয়া ভুলেই গিয়েছিলাম অনেক বেশি দামের কারণে। এ রকম দাম পেলে আমাদের সবজির ঘাটতি পুষিয়ে নিতে পারব।

রিকশাচালক রফিকুল জানান, সারা দিনে যা উপার্জন করি, তা চাল-ডাল কিনতেই শেষ হয়ে যায়। এমতাবস্থায় সবজির দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি বোধ করছি। ক্রেতা-ভোক্তারা সন্তুষ্ট হলেও দিশাহারা হয়েছে কৃষকরা।

আদিতমারী থেকে আসা এক কৃষক জানান, আমাদের উৎপাদিত শাক সবজি আমরা কুমারীহাট বাজারে বিক্রি করি। কিন্তু বর্তমানে যেভাবে সবজির দাম কমে গেছে তাতে আমাদের পরিবহন খরচ নিজের পকেট থেকেই দিতে হবে। সরকার একটা ব্যবস্থা না নিলে আমরা নিঃস্ব হয়ে যাব। তেল সার কীটনাশক বীজের আকাশছোঁয়া দামের কারণে সবজি উৎপাদনে খরচ অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি হয়েছে। এ অবস্থায় বাজার পরিস্থিতি এমন থাকলে পথে বসতে হবে কৃষকদের। শুধু কৃষকরাই ধাক্কা খায়নি। সেই সঙ্গে খুচরা বিক্রেতারাও ধাক্কা খেয়েছে অনেক বড়।

পণ্যের দাম বেশি থাকলে তাদের লাভও বেশি হতো বলে জানান আরিফুল ইসলাম নামে এক খুচরা বিক্রেতা। তিনি জানান, আগে এক কেজি পণ্য বিক্রি করলে ১০ থেকে ১৩ টাকা লাভ হতো। সেখানে সবজি প্রতি কেজি যদি দুই থেকে পাঁচ টাকা হয় তাহলে লাভ কীভাবে হবে। এমন অবস্থায় ক্রেতারাও যাতে সহনীয় দামে পণ্য কিনতে পারেন এবং কৃষক ও খুচরা বিক্রেতারাও স্বাভাবিক দাম রেখে তাদের পণ্য কেনাবেচা করতে পারেন এমনটাই প্রত্যাশা লালমনিরহাটবাসীর।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ব্যাপক ফলন হয়েছে। বাজারে ব্যাপক পরিমাণ সবজি আমদানি হওয়ায় কিছুটা দাম কম; তবে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলেও আবারও দাম বাড়বে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X