রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় নদীভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম শুরু

রাঙ্গুনিয়ার বেতাগীতে নদীভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার বেতাগীতে নদীভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন তিন দিকেই নদী দ্বারাবেষ্টিত। বর্ষা এলেই এই ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দেয়। এতে ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসা, ফসলিজমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপনের দাবি জানিয়ে আসছে।

অবশেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে বেতাগী ইউনিয়নে ভাঙন প্রতিরোধে ৫টি স্পটে ব্লক স্থাপন হতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, বেতাগী ইউনিয়নে কর্ণফুলী নদীভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ৩২ কোটি টাকা ব্যয়ে পাঁচ স্পটের মোট ৯৮০ মিটার অংশ ব্লক স্থাপন করার কার্যক্রম শুরু করা হয়েছে। এরমধ্যে বেতাগীর গোলাম বেপারি হাট এলাকায় ৩৩০ মিটার, হীরমাই শাহর মাজার সংলগ্ন এলাকায় ৮০ মিটার, কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১০০ মিটার, আবুল বশর মাস্টার বাড়ি এলাকা ১৫০ মিটার এবং গুণগুণিয়া বেতাগী কাঙালি শাহর মাজার এলাকায় ৩২০ মিটার অংশে ব্লক স্থাপন করা হবে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ড গুণগুণিয়া বেতাগী এলাকায় কর্ণফুলী নদীতে ব্লক স্থাপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় গোলাম রসুল, মাহমুদুল হক ও সিরাজুল হক জানান, দীর্ঘদিন ধরে নদীপাড়ের মানুষ ভাঙনের সঙ্গে সংগ্রাম করে বেঁচে রয়েছেন। বর্ষা এলেই নদীপাড়ের বাসিন্দাদের ভাঙন আতঙ্কে দিন কাটত। দীর্ঘদিন পর হলেও অবশেষে ব্লক স্থাপন কার্যক্রম শুরু হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাঙ্গুনিয়ার সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কুলছুমা বেগম নামে অপর এক নারী জানান, ভাঙনের কারণে গত বর্ষাতেই ১০-১৫টি ঘর নদীতে ভেঙে গেছে। তাদের বসতঘরও সামনে থেকে ভেঙে গেছে। এখন তারা পেছনের কক্ষে বসবাস করছেন। এখন ব্লক স্থাপন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, বেতাগীবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে যাচ্ছে। ইতোমধ্যেই ব্লক বানানোর কার্যক্রম শুরু হয়েছে এবং স্থাপন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একটানা কার্যক্রম চলবে। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে এ কাজ বাস্তবায়ন হচ্ছে। তিনি না হলে এই কাজ বাস্তবায়ন করা কখনোই সম্ভব হতো না। বেতাগীতে আরও কিছু অংশে ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন প্রয়োজন। তাও পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে বলে তিনি জানান।

উল্লেখ্য রাঙ্গুনিয়ার সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কর্ণফুলীর ভাঙন প্রতিরোধে প্রায় ৪০০ কোটি টাকার বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে চন্দ্রঘোনা থেকে বেতাগী ইউনিয়ন পর্যন্ত কর্ণফুলীর দুই পাড়ে ব্লক স্থাপন করা হয়েছে। এবার বৃহৎ ওই প্রকল্পে বেঁচে যাওয়া অর্থ ফেরত যেতে না দিয়ে তাসহ আরও টাকা বরাদ্দ দিয়ে ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

১০

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

১১

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১২

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

১৩

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

১৪

লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১৫

দুই আইন পাসের উদ্যোগে সরকারের ভিন্ন উদ্দেশ্য রয়েছে : বিএনপি

১৬

মনোনয়ন নিয়ে যে কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

১৭

হোয়াটসঅ্যাপে এই ৪ ভুল করছেন? স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট

১৮

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প।

১৯

পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ৩০

২০
X