পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই ইটভাটা প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দেবীগঞ্জে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ।
জানা গেছে, পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর ও জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দেবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স বিবি ব্রিকস ও মেসার্স পিডিপি ব্রিকস নামে ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় দণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা পুলিশের একদল পুলিশ সদস্য, দেবীগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল সদস্য।
এসময় পঞ্চগড় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত।
মন্তব্য করুন