ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউপি সদস্য রমজান আলী হাসুর বিরুদ্ধে একটি গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ মার্চ) স্থানীয় গাজিরহাট নামক বাজারে এ ঘটনা ঘটে।
গরু জবাই ও মাংস বিক্রির জন্য সহযোগিতা করেন, ওই এলাকার রমজান আলীর ছেলে গোলাম, বদিরউদ্দিনের ছেলে মুক্তার ও মুনসুরের ছেলে রুহুল আমিন। ২১ মার্চ আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপিত হলে স্থানীয় প্রশাসনের নজরে পড়ে।
পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালতে ইউপি সদস্যসহ ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় থানার ওসি সোহেল রানা, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারীসহ ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন