জাটকা সংরক্ষণে চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৫০ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৬০০ কেজি জাটকা। শনিবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জেলা সদরের আলুর বাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন।
পুলিশ জানায়, গত ২২ দিনের অভিযানে এ সফলতা পায় পুলিশ। এ ছাড়া প্রায় ২৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৪টি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১২টি মামলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে।
এ বিষয়ে চাঁদপুর সদরের আলুর বাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমাদের ফাঁড়ির আওতাধীন নৌ এলাকায় আমরা সার্বক্ষণিক জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে তৎপর রয়েছি। যখনই কোনো সংবাদ পাই নদীতে নেমে পড়ছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন