সিলেটের গোয়াইনঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আহমদ আলী (৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে গোয়াইনঘাট থেকে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রোগ্রাম শেষে বাড়িতে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন।
এসময় তার সঙ্গীয় তাকে বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়ায়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মৃত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ও ভাতিজার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম সরাসরি সাক্ষাৎ করে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
উল্লেখ্য যে, বিগত দুই মাস পূর্বে উল্লিখিত বীর মুক্তিযোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মন্তব্য করুন