চাঁদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীর বিএনএস সালাম জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ায় এতে নানা শ্রেণিপেশার দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে এই জাহাজটি উন্মুক্ত রাখা হয়।
বানৌজা সালাম এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এ এন এম রাকিবুল হাসান বলেন, নৌ অঞ্চলসমূহে আমাদের জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয়। এটিতে ৬৮টি পতাকা রয়েছে যা দ্বারা সংকেত নির্দেশ করা হয়। আমরা চাই জনগণের সম্পদ জনগণ সুন্দর করে দেখা ও জানার সুযোগ পাক।
এসময় দর্শনার্থীদের বানৌজা সালাম এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট নূরী-ই- শাহীসহ অন্যরা জাহাজটি ঘুরিয়ে দেখতে এবং জাহাজের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কে অবগত করেন।
মন্তব্য করুন