চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মেডিকেল শিক্ষার্থী মাহবুবার পাশে এক্টিভ ফাউন্ডেশন

মাহবুবা মেহেনাজের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন এক্টিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। ছবি : কালবেলা
মাহবুবা মেহেনাজের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন এক্টিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থী মাহবুবা মেহেনাজের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার পরিবার। দুশ্চিন্তা কাটিয়ে মাহবুবার পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছেন এক্টিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে মেহেনাজের যে কোনো আর্থিক সংকটে পাশে থাকার ঘোষণা দিয়ে তার হাতে নগদ ২৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি তুলে দেন তিনি।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, ‘মাহবুবা মেহেনাজ অত্যন্ত মেধাবী। মেডিকেলে ভর্তি হয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে চাটখিল মহিলা ডিগ্রি কলেজে এক্টিভ ফাউন্ডেশন কর্তৃক কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেইসঙ্গে মেহেনাজকে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।’

মাহবুবার বাবা কামরুল হাসান বলেন, ‘আমার মেয়ে টিউশনি করে নিজের খরচ চালাত। আর্থিক সংকটের মধ্যেও তার স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। সে সফল হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করেছি। তবে সামনে অনেক খরচ। আর্থিক সংকটে এক্টিভ ফাউন্ডেশন পাশে থাকায় তাদের ধন্যবাদ জানাই।’

মাহবুবা মেহেনাজ কালবেলাকে বলেন, ‘আমার মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল। কলেজে থাকার সময় থেকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিতে শুরু করি। মেডিকেলে ভর্তি হয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। বাবা মাদ্রাসাশিক্ষক, মা গৃহিণী।’

তিনি আরও বলেন, ‘আর্থিক সংকটে নিজের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে লড়তে হয়েছে। আমার পথচলায় এক্টিভ ফাউন্ডেশন পাশে থাকায় কৃতজ্ঞতা জানাই। আমি যেন স্বপ্ন পূরণ করে মানুষের সেবা করতে পারি সেজন্য সবার দোয়া চাই।'

এক্টিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির কালবেলাকে বলেন, ‘মেধাবীরা সংগ্রামী হয়। আমিও সংগ্রাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। বর্তমানে ব্যবসায় সফল হয়েছি। মাহবুবা মেহেনাজের সংগ্রামের কষ্ট আমি বুঝি। আমি আগামীতেও মেহেনাজের খোঁজখবর রাখব। তার পাশে অভিভাবক হিসেবে থাকব।’

তিনি বলেন, ‘এই কলেজ থেকে ভালো প্রতিষ্ঠানে চান্স পাওয়া শিক্ষার্থীদের পাশে থাকবে একটিভ ফাউন্ডেশন। সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আগে নির্দিষ্ট কোনো দেশে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল যে ৬ দেশ

মা-শিশুর পাশাপাশি দাফন, কারা ফটকে থেমে রইল স্বামীর শেষ দেখা

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

১০

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

১১

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১২

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১৪

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৫

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৬

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৭

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৮

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৯

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

২০
X