চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে জুতার কারখানায় রহস্যের আগুন

চাইনিজ কোম্পানি রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
চাইনিজ কোম্পানি রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ টেক্সটাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি চাইনিজ কোম্পানি রং দা ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কারখানাটি দেড় মাস আগে বায়েজিদে স্থানান্তর করা হয়। ঈদের আগে নতুন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাছাড়া এর আগে এই কারখানার অবস্থান ছিল নগরের ইপিজেড এলাকায়। সেখানেও এক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে বায়েজিদ টেক্সটাইল এলাকায় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারখানাটিতে জুতার সোল্ড তৈরি হতো। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে জুতার তৈরির কাজে ব্যবহৃত মেশিনের অতিরিক্ত ‘হিট’ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, কারখানাটি চায়না প্রতিষ্ঠান রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন। সেটি আগে ইপিজেডে ছিল। প্রায় দেড় মাস আগে কারখানাটি বায়েজিদে হস্তান্তর করা হয়। ইপিজেড এলাকায় থাকাকালেও ওই কারখানায় এক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সবশেষ শুক্রবারও বায়েজিদের জুতা তৈরির কারখানায় কাজ করেছিল শ্রমিকরা। সাড়ে ৩টার দিকে কাজ শেষ করে শ্রমিকরা বাড়ি ফেরে। পরে বিকেল ৪টার দিকে ৬তলা ভবনের দুই তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় বায়েজিদসহ আশপাশের এলাকায় প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইফতারের আগ মুহূর্তে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের ৯টি দল কাজ শুরু করার পর আগুন নতুন করে ছড়ায়নি। সবশেষ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন, ফায়ার সার্ভিসের ১২টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুই তলা ভবন থেকে আগুনের সূত্রপাত। কারখানাটি মাত্র দেড় মাস আগে এখানে চালু হয়েছে। এর আগে এটি ইপিজেডে ছিল। সেখানে থাকা অবস্থায় এই কারাখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

১০

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১৩

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৪

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৫

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৬

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৭

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৮

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

১৯

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

২০
X