সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে জুতার কারখানায় রহস্যের আগুন

চাইনিজ কোম্পানি রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা
চাইনিজ কোম্পানি রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বায়েজিদ টেক্সটাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি চাইনিজ কোম্পানি রং দা ইন্টারন্যাশনালের মালিকানাধীন। কারখানাটি দেড় মাস আগে বায়েজিদে স্থানান্তর করা হয়। ঈদের আগে নতুন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। তাছাড়া এর আগে এই কারখানার অবস্থান ছিল নগরের ইপিজেড এলাকায়। সেখানেও এক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে বায়েজিদ টেক্সটাইল এলাকায় আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারখানাটিতে জুতার সোল্ড তৈরি হতো। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। তবে জুতার তৈরির কাজে ব্যবহৃত মেশিনের অতিরিক্ত ‘হিট’ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, কারখানাটি চায়না প্রতিষ্ঠান রং দ্য ইন্টারন্যাশনালের মালিকানাধীন। সেটি আগে ইপিজেডে ছিল। প্রায় দেড় মাস আগে কারখানাটি বায়েজিদে হস্তান্তর করা হয়। ইপিজেড এলাকায় থাকাকালেও ওই কারখানায় এক দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

সবশেষ শুক্রবারও বায়েজিদের জুতা তৈরির কারখানায় কাজ করেছিল শ্রমিকরা। সাড়ে ৩টার দিকে কাজ শেষ করে শ্রমিকরা বাড়ি ফেরে। পরে বিকেল ৪টার দিকে ৬তলা ভবনের দুই তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এ সময় বায়েজিদসহ আশপাশের এলাকায় প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইফতারের আগ মুহূর্তে আগুন লাগার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের ৯টি দল কাজ শুরু করার পর আগুন নতুন করে ছড়ায়নি। সবশেষ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন, ফায়ার সার্ভিসের ১২টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দুই তলা ভবন থেকে আগুনের সূত্রপাত। কারখানাটি মাত্র দেড় মাস আগে এখানে চালু হয়েছে। এর আগে এটি ইপিজেডে ছিল। সেখানে থাকা অবস্থায় এই কারাখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহে শিক্ষার্থীরা মাঠে-ঘাটে ঘোরার চেয়ে ক্লাস নিরাপদ: শিক্ষামন্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যাহতির মেয়াদ না বাড়াতে আইএমএফের পরামর্শ 

চেন্নাইয়ের জয়ে ফেরার ম্যাচে মোস্তাফিজের ২ উইকেট

নবনিযুক্ত রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

চবির হোস্টেলে আটকে রেখে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

হিট স্ট্রোকে করণীয় শীর্ষক আলোচনা / গরমে লবণ মিশিয়ে পানি-স্যালাইন খেতে হবে

তাজুল ইসলামের সঙ্গে চীনের মন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

দাবদাহে দশ শিক্ষার্থীসহ ১৩ জন হাসপাতালে

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নাঙ্গলকোটের বাবুল নিহত

রাজনগরে সড়ক সংস্কারের ভিত্তিপ্রস্তর করলেন জিল্লুর রহমান

১০

জনগণের ওপর চেপে বসে আছে সরকার : আমিনুল হক 

১১

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ

১২

আরও প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৩

নওগাঁয় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৪

এক উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

১৫

গোপনে ছাত্রীকে বিয়ে করতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল

১৬

বিআরটিএর অভিযানে ২৮৯ মামলা 

১৭

বৃষ্টির দীর্ঘ প্রতীক্ষা, সুসংবাদ কবে?

১৮

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলবে কি না জানাল মন্ত্রণালয়

১৯

৩৫ বছরপূর্তি উদযাপন করবে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র

২০
*/ ?>
X