ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০১:১৭ এএম
অনলাইন সংস্করণ

মানবপাচার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মানবপাচার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাকিল হোসাইন। ছবি : কালবেলা
মানবপাচার মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাকিল হোসাইন। ছবি : কালবেলা

ইতালি নেওয়ার কথা বলে নির্যাতনের ঘটনায় মানবপাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার এক ছাত্রলীগ নেতা।

গ্রেপ্তার মো. শাকিল হোসাইন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের বাসিন্দা। এ ছাড়া মানবপাচার দলের প্রধান অভিযুক্ত মুকুল ঠাকুরের মেয়ে-জামাই তিনি। অন্যদিকে সালথা উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে আছেন শাকিল।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে সালথা থানার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান।

সালথা থানার ওসি বলেন, মুক্তিপণের দাবিতে লিবিয়ায় শাকিল মিয়াকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় শাকিল মিয়ার বাবা টিটুল মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে মানবপাচার দমন আইনে সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

ওসি কালবেলাকে আরও বলেন, মামলার প্রেক্ষিতে শুক্রবার সকালে অভিযান চালিয়ে এজারনামীয় আসামি শাকিল হোসাইনকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের অনেক তথ্য দিয়েছে।

সালথা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান বলেন, মো. শাকিল হোসাইন সালথা উপজেরা ছাত্রলীগের আট নম্বর সহসভাপতি। এ বিষয়ে জেলা ছাত্রলীগ যে সিদ্ধান্ত দেবে তা আমরা মেনে নেব।

এ ব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যান্ত ন্যাক্কারজনক। আমরা বিষয়টি তদন্ত করব। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মীর অপরাধ করলে তার দায় সংগঠন নেবে না। তদন্ত করে সত্যতা পেলেই তাকে বহিষ্কার করা হবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. আছাদুজ্জামান কালবেলাকে বলেন, লিবিয়ায় শাকিল মিয়ার ওপর নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। অভিযোগের পরেই শাকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হবে।

প্রসঙ্গত গত চার মাস আগে প্রতিবেশী মুকুল ঠাকুর নামে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশ্য রওয়ানা হন উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের দিনমুজুর মো. টিটুল মিয়ার একমাত্র ছেলে শাকিল মিয়া। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। দালালেরা তাকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে যান। সেখানে আটকে রেখে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতন করছেন। এ নিয়ে দেশের গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১০

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১২

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

১৩

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

১৪

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১৫

রাজধানীতে আজ কোথায় কী

১৬

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১৭

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৮

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X