বরিশালের একটি বাড়ির ছাদ থেকে তিনটি কালনাগিনী সাপ ও কলেজ ক্যাম্পাস থেকে একটি বিরল প্রজাতির চিল উদ্ধার করেছেন বনকর্মীরা।
শনিবার (৩০ মার্চ) সকালে বরিশাল-ভোলা সড়কের পাশে বনবিভাগের বাগানে সাপগুলো অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবু সুফিয়ান সাকিব জানান, নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের প্রফেসর ভিলার ছাদে বৃহস্পতিবার রাতে সাপের বাসা দেখতে পান বাসিন্দারা।
বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সামাজিক বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার রাত ১০টার দিকে এনিমেল লাভার্স অব পটুয়াখালী গ্রুপের সদস্যদের সহায়তায় ছাদ থেকে তিনটি কালনাগিনী প্রজাতির সাপ উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপ তিনটি বনবিভাগের বাগানে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।
মন্তব্য করুন