খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জনকে বেধড়ক মারধর করে গাড়ি ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আছাদুল সরদার (৪৮) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) রাতে উপজেলার বাগালী ইউনিয়নের উলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আছাদুল সরদার উলা গ্রামের মৃত ছবেদ সরদারের ছেলে।
কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত শনিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের উল্যা বাজার সংলগ্ন হ্যাচারির পাশে বারবার জোরপূর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে উল্যা গ্রামের আছাদুল সরদার ও তৈয়েবুরের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে উপজেলার আমাদী ইউনিয়নের জাহাগীর মহল গ্রামের মৃত্য লেহাজ উদ্দিন আহম্মেদের ছেলে রেজা আহম্মেদ (৪৪) ও ফিরোজ আহম্মেদকে ব্যাপক মারধর করে হাত ভাঙাসহ মারাত্মকভাবে জখম করে টাকা ছিনতাই ও গাড়ি ভাঙচুর করে।
বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগেও তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও হুমকির প্রতিবাদে কয়রা থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ করেন।
মন্তব্য করুন