বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
এনামুল হক মিলাদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১১:৫১ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

দেড় যুগ ধরে অন্যের বাড়িতে আশ্রিতা গোলাপজান

দেড় যুগ ধরে অন্যের বাড়িতে আশ্রয় নেয়া গোলাপজান। ছবি : কালবেলা
দেড় যুগ ধরে অন্যের বাড়িতে আশ্রয় নেয়া গোলাপজান। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের মৃত মারাজ উল্যার স্ত্রী গোলাপজান বিবি (৬০)। প্রায় বিশ বছর আগে অভাবের তাড়নায় নিজের বসত ভিটা বিক্রি করে চার ছেলে আর এক মেয়েকে নিয়ে আশ্রয় নেন একই গ্রামের সাবেক জমিদার মৃত রমজান আলী চৌধুরীর পুত্র মৃত দুলাল মিয়া চৌধুরীর বাড়িতে। দুলাল মিয়ার বাড়ির পুর্ব পাশে ছোট একটি টিনের ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস শুরু করেন মারাজ উল্যা ও তার স্ত্রী গোলাপজান বিবি। কিছুদিন পর তাদের কোলজুড়ে আসে আরেকটি পুত্র সন্তান। গোলাপজান আর স্বামী মারাজ উল্যার অক্লান্ত পরিশ্রমে কোনো রকমে চলছিল আট সদস্যের সংসার।

প্রায় আট বছর আগে হঠাৎ মৃত্যু হয় মারাজ উল্যার। বাবার মৃত্যুর পর একে একে পাঁচ পুত্র সন্তান বিয়ে করে মাকে রেখেই চলে যায় অন্যত্র। অনেক কষ্টে নিজের গ্রামেই মেয়ের বিয়ে দেন গোলাপজান বিবি। এরপর থেকে তিনি একা। বয়স হয়ে যাওয়ায় এখন আর অন্যের বাড়িতে কাজও তেমন করতে পারেন না তিনি। যতটুকু পারেন কাজ করেন আর বাকি সময় মানুষের দেয়া সাহায্যই এখন গোলাপজান বিবির বেঁচে থাকার একমাত্র ভরসা।

সরজমিনে গোলাপজান বিবির বসত ঘরে গিয়ে দেখাযায়, জরাজীর্ণ ও ভাঙ্গা একটি ঘরে বসবাস করছেন তিনি। ঝড় বৃষ্টিতে ঘরের বিভিন্ন অংশে পানি পড়ে।

এ সময় কথা হয় গোলাপজান বিবির সঙ্গে। কথা বলার সময় কান্না ভেঙ্গে পড়েন তিনি। গোলাপজান বিবি জানান, প্রায় ২০ বছর আগে স্বামী অভাবের তাড়নায় নিজের বসত ভিটা বিক্রি করে দেন। তখন থেকেই মৃত দুলাল মিয়া চৌধুরীর বাড়ির পূর্ব পাশে একটি খালি জায়গায় ছোট একটি টিনের ঝুপড়ি ঘর তুলে বসবাস শুরু করেন। এখানে আসার পর আরেক পুত্র সন্তানের জন্ম হয়। আট বছর আগে স্বামী মারা যাবার পর পাঁচ পুত্র সন্তান একে একে বিয়ে করে আমাকে ফেলে চলে যায়। কেউই আর আমার খোঁজ নেয় না। অনেক কষ্টে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি। এখন বয়স হয়েছে আগের মত মানুষের বাড়িতে কাজ করতে পারি না। যতটুকু কাজ করি তাতে সব বেলা খাবার জুটে না। পাড়া-পড়শীরা সহযোগিতা করে। এভাবেই কোনরকমে বেঁচে আছি। কয়েক বছর আগে বিধবা ভাতায় নাম উটছে, বিধবা ভাতাটা পাই।

ইউপি সদস্য আব্দুল মুকিত বলেন, উনি প্রকৃতই অসহায়। যখনই সরকারি কোনো অনুদান আসে উনাকে দেয়ার চেষ্টা করি।

জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু বলেন, এমনিতে সরকারি বরাদ্দ আসলে পরিষদ থেকে সকল দুস্থদেরই আমরা দেই। গোলাপজান বিবির বসতভিটা নেই কিনা সেটা জানি না। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্পে উনার নাম তালিকায় দেয়া হয়েছে কিনা বলতে পারবো না। অনেকেই সই নিয়েছেন। তবে খোঁজ নিয়ে বিষয়টি আমি দেখবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক বলেন, আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখবো। এছাড়াও সরকারিভাবে উনাকে যতটুকু সহযোগিতা করা যায় উপজেলা প্রশাসন থেকে তা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১০

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১১

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১২

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৪

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১৫

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৬

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১৭

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১৮

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১৯

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

২০
X